Tripura assembly election: শেষবেলায় ত্রিপুরায় ভোট প্রচারে ঝড় তুললেন সায়নী ঘোষ, কটাক্ষ বিজেপি-র
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ভোট প্রচারের শেষ সময়ে তারকা প্রচারে জোর তৃণমূল কংগ্রেসের।
আগরতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। ভোট প্রচারের শেষ ধাপে সায়নী একাধিক প্রার্থীর সমর্থনে প্রচার সারলেন৷
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারের শেষ দু'দিনে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনগর বিধানসভা কেন্দ্রে এক রোড শো আয়োজিত হয়েছিল। রামনগর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাসের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
advertisement
advertisement
পাশাপাশি, রবিবার টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনন্ত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সিটি সেন্টারের কাছে সায়নী ঘোষের উপস্থিতিতে এক পথসভার আয়োজন করা হয়। অন্যদিকে, পথসভার পর সায়নী ঘোষ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শান্তনু সাহার নির্বাচনী প্রচারে রোড শোতেও যোগ দেন।
advertisement
বিধানসভা ভোটের প্রচারে এসে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভপতি সায়নী ঘোষ বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুধু পশ্চিমবঙ্গের মানুষের নয়, সাড়া ভারতবর্ষের মানুষের আস্থা রয়েছে। পুরভোটের সময় আমরা মানুষের থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। আমি বলব, রামনগর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাসের উপরে মানুষ ভরসা রাখুক। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আসার পরে বিজেপিকে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে। তৃণমূল কংগ্রেস যেদিন ত্রিপুরার মাটিতে পা রেখেছে, বিজেপি-র ভিত নড়ে গিয়েছে। আমি রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পূজন বিশ্বাসের প্রতি আশাবাদী এবং আমি মানুষের কাছে প্রার্থনা করব যে জোড়াফুলের উপরে আস্থা রাখুন, আপনারা আশাহত হবেন না।'
advertisement
যদিও সায়নীর প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি শিবির৷ বিজেপি শিবিরের বক্তব্য, পুর ভোটের আগে এসে উনি অশান্তি করেছিলেন৷ মানুষ ওনাদের চিনে গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 13, 2023 8:25 AM IST