আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, মাণিক গড়ে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি
Last Updated:
বেজে গিয়েছে ভোটের দামামা ৷ আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ আসন সংখ্যা ৬০ ৷
#আগরতলা: বেজে গিয়েছে ভোটের দামামা ৷ আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ আসন সংখ্যা ৬০ ৷ একদফাতেই সম্পন্ন হবে ভোটগ্রহণ ৷ তবে নির্বাচনের মাত্র এক সপ্তাহে আগে মৃত্যু হয় বাম প্রার্থী নারায়ণ দেববর্মার ৷ সিপাহীজলার চড়িলাম বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী ছিলেন। এর জেরে ৫৯ আসনে নির্বাচন হবে আগামীকাল ৷ গুজরাটের মতো ত্রিপুরাতেও ভোটগ্রহণের সময় ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা দখলের লড়াইয়ে সামিল বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি ৷ ৬০টির মধ্যে ৫৭টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম, বাকি তিন আসনে লড়বে বামেদের শরিক আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ৷ কংগ্রেসও প্রার্থী দিয়েছে সব আসনেই ৷ ষাট সদস্যের ত্রিপুরা বিধানসভায় একান্নটি আসনে লড়ছে বিজেপি। তাদের জোটসঙ্গী এটিটিএফ লড়ছে নয়টি আসনে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারের খাস গড়ে দাঁড়িয়েই আগের সভা থেকে মাণিক বিদায়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ বাম-শাসিত ত্রিপুরা দখলে এ বার মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিজেপি।
মানিকের দর কমাতে হিরের পরামর্শ মোদির। সঙ্গে খাঁটি বাংলায় আহ্বান- চলো পাল্টাই। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর প্রথম ত্রিপুরায় নির্বাচনী প্রচারে এসে এই ডাকই তুলেছিলেন নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতিকেই বাস্তব করতে তৎপর হল বিজেপি ৷
advertisement
advertisement
ত্রিপুরার মহারণ
--বিধানসভার মোট আসন ৬০
--বিজেপি লড়ছে ৫১ আসনে
--জোটসঙ্গি এটিটিএফের বরাতে ৯টি আসন
--ত্রিপুরায় ভোট ১৮ মে
--ভোটগণনা ৩ মার্চ
এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কিন্তু এবারে কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ নির্বাচনী প্রচারে শিল্পায়ন প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন মানিক সরকার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2018 4:22 PM IST