আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, মাণিক গড়ে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি

Last Updated:

বেজে গিয়েছে ভোটের দামামা ৷ আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ আসন সংখ্যা ৬০ ৷

#আগরতলা: বেজে গিয়েছে ভোটের দামামা ৷ আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ আসন সংখ্যা ৬০ ৷ একদফাতেই সম্পন্ন হবে ভোটগ্রহণ ৷ তবে নির্বাচনের মাত্র এক সপ্তাহে আগে মৃত্যু হয় বাম প্রার্থী নারায়ণ দেববর্মার ৷ সিপাহীজলার চড়িলাম বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী ছিলেন। এর জেরে ৫৯ আসনে নির্বাচন হবে আগামীকাল ৷ গুজরাটের মতো ত্রিপুরাতেও ভোটগ্রহণের সময় ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা দখলের লড়াইয়ে সামিল বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি ৷ ৬০টির মধ্যে ৫৭টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম, বাকি তিন আসনে লড়বে বামেদের শরিক আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ৷ কংগ্রেসও প্রার্থী দিয়েছে সব আসনেই ৷ ষাট সদস্যের ত্রিপুরা বিধানসভায় একান্নটি আসনে লড়ছে বিজেপি। তাদের জোটসঙ্গী এটিটিএফ লড়ছে নয়টি আসনে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারের খাস গড়ে দাঁড়িয়েই আগের সভা থেকে মাণিক বিদায়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ বাম-শাসিত ত্রিপুরা দখলে এ বার মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিজেপি।
মানিকের দর কমাতে হিরের পরামর্শ মোদির। সঙ্গে খাঁটি বাংলায় আহ্বান- চলো পাল্টাই। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর প্রথম ত্রিপুরায় নির্বাচনী প্রচারে এসে এই ডাকই তুলেছিলেন নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতিকেই বাস্তব করতে তৎপর হল বিজেপি ৷
advertisement
advertisement
ত্রিপুরার মহারণ
--বিধানসভার মোট আসন ৬০
--বিজেপি লড়ছে ৫১ আসনে
--জোটসঙ্গি এটিটিএফের বরাতে ৯টি আসন
--ত্রিপুরায় ভোট ১৮ মে
--ভোটগণনা ৩ মার্চ
এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কিন্তু এবারে কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ নির্বাচনী প্রচারে শিল্পায়ন প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন মানিক সরকার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আগামীকাল ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, মাণিক গড়ে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement