ছিঃ ছিঃ! ১৪ মাসের শিশুকন্যাকেও ছাড়ল না! ভাত খাওয়ানোর নামে ধর্ষণ করে খুন, মাটিতে পুঁতে দিয়ে পালাল প্রতিবেশী যুবক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
গত ১১ অক্টোবর ঘটনাটি ঘটেছে। বাসিন্দা অভিযুক্ত ওই শিশুকন্যার প্রতিবেশী। তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কও ছিল। ঘটনার দিন অভিযুক্ত ওই শিশুকন্যাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে বের হন। এরপরই শিশুকন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিস্তারিত তদন্ত চলছে।
আগরতলা: ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণের পর খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী দিনমজুরের বিরুদ্ধে। ঘটনাস্থলের কাছের একটি ধানখেতে শিশুর মৃতদেহ পুঁতে রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, নির্যাতিতা আসামের শিলচর থেকে ত্রিপুরার পানিসাগরে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় সূত্র এবং শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, পাড়ার এক যুবক ভাত খাওয়ানোর অজুহাতে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। তারপরেই এই নারকীয় ঘটনা।
advertisement
ঘটনার দিন রাত ৮টা নাগাদ এই বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করা হয়। ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শনিবার ধর্ষণের ঘটনাটি ঘটে, এরপরেই হত্যা করে এলাকার একটি ধানখেতে পুঁতে ফেলা হয়। তিন ঘণ্টা পরেও শিশুটিকে তার মায়ের কাছে না ফেরানোয় বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী শিশুটিকে খুঁজতে শুরু করে। পরে তার মৃতদেহ ধানখেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। অভিযুক্তকে অসমের নীলামবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
গত ১১ অক্টোবর ঘটনাটি ঘটেছে। বাসিন্দা অভিযুক্ত ওই শিশুকন্যার প্রতিবেশী। তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কও ছিল। ঘটনার দিন অভিযুক্ত ওই শিশুকন্যাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে বের হন। এরপরই শিশুকন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিস্তারিত তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 1:16 PM IST