সোনভদ্র যাওয়ার পথে আটকানো হল তৃণমূল প্রতিনিধিদের, বিমানবন্দরেই ধর্ণা ডেরেকদের
Last Updated:
#বারাণসী: বারাণসী বিমানবন্দরে ধর্ণায় তৃণমূল৷ সোনভদ্র যাওয়ার পথে তাদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ৷ তৃণমূলের পক্ষ থেকে ডেরেক’ও ব্রায়েন জানান যে সোনভদ্র হত্যাকাণ্ড দেশের রাজনীতিতে এক বিরাট ঘটনা৷ আহতেদের সঙ্গে দেখা করতে তৃণমূলের প্রতিনিধিদের যাত্রা, যা থামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ডেরেকের৷ শুধু আহতদের সঙ্গে দেখা নয়, নিহতদের বাড়িতেও যাওয়ার পরিকল্পনা ছিল তাদের, জানিয়েছেন ডেরেক৷ কিন্তু বিমানবন্দরে নামতেই তাদের গ্রেফতার করা হয় তাদের৷ কী কারণে গ্রেফতার, তাদের বিরুদ্ধে কী অভিযোগ সেটাও জানানো হয়নি বলেছেন ডেরেক৷ এর প্রতিবাদে বারাণসী বিমানবন্দরে ধর্ণা বসেছেন তৃণমূলের প্রতিনিধিরা৷
advertisement
এর আগে একই ভাবে সোনভদ্র যাওয়ার পথে আটকে দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধিকেও৷ সোনভদ্রে জমি বিবাদে নিহত ১০ জন। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।
Video message from Trinamool delegation who have been detained/arrested (they still haven’t been told why!) at Varanasi airport tarmac. They were on their way to meet the injured in hospital and meet & give confidence to the grieving families in #Sonbhadra
— All India Trinamool Congress (@AITCofficial) July 20, 2019
Watch>> pic.twitter.com/1cSjPfZ7cT
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2019 11:17 AM IST