TMC Protest at Delhi: তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! প্রতিবাদে থানার বাইরে অবস্থান ডেরেকদের

Last Updated:

মঙ্গলবার সকাল থেকেই থানার মধ্যে তাঁরা এই ধর্না অবস্থান শুরু করেন। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজভবনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

নয়াদিল্লি: সকাল থেকেই দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ প্রতিনিধিরা। গতকাল বিকেল ৫’টা নাগাদ তাঁরা ধর্না অবস্থান শুরু করেন নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে। কিন্তু, কিছুক্ষণ পরেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। আটকও করা হয়।
তৃণমূলের অভিযোগ, তাঁদের সঙ্গে বলপূর্বক ধস্তাধস্তি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদেরও। তারপরেই থানার বাইরে অবস্থান তাঁদের।
মঙ্গলবার সকাল থেকেই থানার মধ্যে তাঁরা এই ধর্না অবস্থান শুরু করেন। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজভবনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: সামান্য কয়েক কোয়া রসুন আর লবঙ্গ…তাতেই সাফ টয়লেট! এক রাতেই উবে যাবে সব হলুদ ছোপ, ঠিক এই ভাবে…
তিনি বলেন, ‘‘দিল্লির ইসি’তে দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এর কারিগর হল নির্বাচন কমিশন। আমাদের মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। দোলা সেনকে অমানবিক ভাবে নিয়ে যাওয়া হয়েছে টেনে হিঁচড়ে,ডেরেককে চ্যাংদোলা করে নিয়ে গেছে।’’ তৃণমূল কংগ্রেস শিবিরের দাবি, তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Protest at Delhi: তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! প্রতিবাদে থানার বাইরে অবস্থান ডেরেকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement