ভোটমুখী মেঘালয়ে প্রকাশ হয়ে গেল তৃণমূলের 'থিম সং', গানের কথায় মানুষের পাশে থাকার বার্তা
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
খাসি ও গারো ভাষায় লেখা এই গানে সুরারোপ করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ছেম সাইরাস ও জামান।
#মেঘালয়: আগামী ২০২৩ সালের ১৫ মার্চ শেষ হতে চলেছে মেঘালয় বিধানসভার মেয়াদ। তার আগেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ অবশ্য এখনও ঘোষিত হয়নি। কিন্তু ভোটমুখী মেঘালয়ে রীতিমতো জমিয়ে প্রচার চালাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গানের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মতোই মেঘালয়েও প্রকাশিত হয়ে গেল তৃণমূলের ভোটের থিম সঙ।
খাসি ও গারো ভাষায় লেখা এই গানে সুরারোপ করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ছেম সাইরাস ও জামান। গানের শব্দে, সুরের লহমায় মেঘালয়ের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এই গানের আত্মপ্রকাশ হয়ে গেল বুধবার।
থিম সঙের নাম দেওয়া হয়েছে Hoi Kiw Haka...খাসি ভাষায় যার অর্থ সঙ্গে, সকলের পাশে। আপাতত, মেঘালয়ের সর্বত্র এই গান বাজানো হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বাংলায় ব্যাপক প্রচারিত হয়েছিল দেবাংশুর 'গান খেলা হবে' ৷ প্রতিটি তৃণমূল কার্যালয়ে প্রায় নিয়ম করে বাজানো হতো এই গান। সেই সময়ে সাড়া দেশেই ছড়িয়ে পড়ে সেই গান।
advertisement
মেঘালয়ের স্থানীয় এক তৃণমূল নেতা জানান, পশ্চিমবঙ্গের মতো এখানকার মানুষকেও গানের মাধ্যমে কাছে টানতে চাইছে তৃণমূল। তাই থিম গানের জন্য আঞ্চলিক ভাষাকে বেছে নেওয়া হয়েছে। এই গান মানুষের ভাললাগবে বলে আশাপ্রকাশ করেছেন ওই মেঘালয়ের তৃণমূল নেতা।
আরও পড়ুন - চার কিশোর-কিশোরী চোখে স্বপ্ন নিয়ে জাতীয় মঞ্চে তলোয়ার হাতে, সাব জুনিয়র ন্যাশানালে বড় পরীক্ষা
advertisement
এখনও মেঘালয়ের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি৷ তার আগেই রাজ্যের ৫২ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল৷ অঙ্কের হিসাবে মেঘালয়ে তৃণমূল এখন প্রধান বিরোধী দল। তাই আগামী নির্বাচনে মেঘালয়ে ক্ষমতা দখল করতে কোনও কসুর করতে চায় না ঘাসফুল শিবির। গত ডিসেম্বরে মেঘালয় সফর সেরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সফরকালে তাঁর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Meghalaya
First Published :
January 11, 2023 5:03 PM IST