চেতনায় বদল, বদল জীবনের, নতুন দিশার খোঁজে এক দল অন্য দুর্গার গল্প

Last Updated:

শাস্ত্রমতে দুর্গার ১০৮টা নাম ৷ কখনও উমা, কখনও কমলা, কখনও মহামায়া ৷ কাত্যয়নী, কপালমালিকা, অন্নপূর্ণা, মাতঙ্গী, অপরাজিতা, ছিন্নমস্তা ৷

#ঝাড়খন্ড: শাস্ত্রমতে দুর্গার ১০৮টা নাম ৷ কখনও উমা, কখনও কমলা, কখনও মহামায়া ৷ কাত্যয়নী, কপালমালিকা, অন্নপূর্ণা, মাতঙ্গী, অপরাজিতা, ছিন্নমস্তা ৷ রূপভেদে, আরাধনায় মায়ের নানা রূপ ৷ মা দুর্গা কখনও মৃণ্ময়ী, কখনও তিনি দুষ্ট দমনে মহিষমর্দ্দিনী ৷ চেতনা বদলে তিনিই চিণ্ময়ী ৷ বাস্তবেও রয়েছে দুর্গারা ৷ তাঁদেরও রয়েছে নাম ৷ কখনও শোভা, কখনও অনিতা, সরস্বতী ৷ আবার কখনও সালিহা বিবি, মমতা ও পূজা কুমারি ৷ আপাতত দৃষ্টিতে এরা খুবই সাধারণ ৷ সাধারণ সাজ-সজ্জা ৷ কিন্তু অন্তরে তীব্র আগুন, তীব্র প্রতিবাদ ৷ সমাজ বদলের এক নতুন অঙ্গীকারে বদ্ধ সদ্য আঠারো, কুড়ি পেরিয়ে যাওয়া ‘অন্য দুর্গা’র দল ৷
হ্যাঁ, এরাই তো দুর্গা ৷ যারা চেতনায় ঢুকে বদলে দিতে পারে জীবন ৷ অন্ধকার থেকে বের করে বদলে দিতে পারে জীবনকে দেখাতে পারে নতুন দিক ৷ তবে অন্যের হয়ে লড়াই করলেও, এদের নিজেদের লড়াই সহজ ছিল না ৷ সহজ ছিল না পরিবর্তনের পক্ষে কন্ঠ তোলা ৷ কেউ কেউ প্রথমেই আঘাত হেনেছিল তাঁদের স্বপ্নে, কেউ কেউ জোর চালিয়ে ছিল প্রতিবাদের ভাষাকে দুর্বল করতে ৷ তবে শোভা, অনিতা, সরস্বতী, সালিহা, মমতা, পূজারা দমেনি ৷ নিজের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে, নতুন করে তৈরি করেছেন তাঁদের সহজ পাঠ ৷
advertisement
Shobha Shobha
advertisement
ঝাড়খন্ডের ছোট্ট গ্রাম পোখারদিহার মেয়ে শোভা ৷ সদ্য পা রেখেছে উনিশে ৷ আঠারোতেই মা-বাবা বিয়ে দিয়েছিলেন শোভার ৷ এ তাঁর জীবনের অন্য গল্প ৷ তবে সেখানেই আটকে নেই শোভা ৷ বরং শোভা প্রতিবাদ শুরু করেছিল প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই ৷ বিহার-ঝাড়খন্ডে এখনও অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়েও দেওয়ার রীতি রয়েছে ৷ এখনও স্কুলে যাওয়ার পরিবর্তে মেয়েদের চলে যেতে হয় স্বামীর ঘরে৷ কিন্তু শোভা, প্রতিবাদ করেছিল ৷ তার মা-বাবাকে জানিয়ে ছিল আঠারো না হলে সে বিয়ে করবে না ৷ শোভার কথায়,
advertisement
‘সেটাই প্রথম জেতা ৷ নিজের মা-বাবাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম ৷ আঠারোতে পা দিয়েই বিয়েতে রাজি হয়েছিলাম ৷ নিজের বাড়ি থেকেই শুরু করেছিলাম লড়াইয়ের প্রথম ধাপ !’
Anita Anita
শোভা রাষ্ট্রীয় ঝাড়খন্ড সেবা সংস্থানের সঙ্গে যুক্ত ৷ যা কিনা CRY পরিচালিত এক কার্যক্রম ৷ এই সংস্থানের কাজই হল, বয়ঃসন্ধিতে থাকা মেয়েদের সজাগ করে তোলা ৷ বাল্য বিবাহকে আটকানো ৷ এমনকী, স্বামী ও তাঁর পরিবারকে রাজি করা, যেন বিয়ের পরেও তার পড়াশুনোয় কোনও বাধা না পড়ে ৷
advertisement
শোভার কথায়,
‘আমি ডাক্তার হতে চাই ৷ আমার গ্রামে ডাক্তারের খুবই প্রয়োজন ৷ আর এ ব্যাপারে আমার পরিবারের সম্পুর্ণ সাহায্য পেয়েছি !’
saraswati saraswati
শোভার মতো অনিতাও এগিয়ে এসেছে ৷ নিজের বাড়ির লোকদের স্পষ্টই জানিয়ে দিয়েছে, অল্প বয়সে বিয়ে নয় ! বরং সে পড়তে চায় ৷ নিজের স্বপ্নকে পূরণ করতে চায় ৷ অনিতা এখন ক্লাস টুয়েলভে পড়ে৷ শোভার সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন দিশার স্বপ্ন দেখায় ৷ অনিতার কথায়,
advertisement
‘শোভাদি আর আমি শপথ নিয়েছি ৷ আমাদের কোনও বান্ধবী-ই যেন তাঁর স্বপ্নকে হত্যা করে, নিজের জীবনকে অন্ধকারে ঠেলে না দেয় ৷ ’
Mamta and Puja Mamta and Puja
সরস্বতীর বয়স ২২ ৷ প্রায় ১৫ জন বয়ঃসন্ধিতে থাকা মেয়েদের নিয়ে সে তৈরি করেছে শান্তি কিশোরী মণ্ডলী ৷ অল্প বয়সে মেয়েদের বিয়ের কুফল নিয়ে সজাগ করে তোলাই সরস্বতীর লক্ষ্য ৷ সঙ্গে নারী শিক্ষাকে গোটা গ্রাম ও রাজ্যে ছড়িয়ে দিতে চায় সরস্বতী ৷ এমনকী, সরস্বতীর পরিবার তাঁদের পৈতৃক জমিও দান করেছেন মেয়েদের জন্য স্কুল তৈরির কাজে ৷ সরস্বতীর কথায়,
advertisement
‘বিয়ের ব্যাপারে কোনও চিন্তা ভাবনাই আমার নেই ৷ চাইও না ভাবতে ৷ আমার পড়াশুনো শেষ করতে চাই ৷ নিজের পায়ে দাঁড়াতে চাই৷ সঙ্গে আমার গ্রামের প্রত্যেকটি মেয়েকে শিক্ষার আলো দিতে চাই ৷ যাতে তাঁরাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে ৷ ’
Sunita Devi Sunita Devi
advertisement
এই একই পথে নতুন করে নিজেদের স্বপ্ন পূরণের পথে সালিহা বিবি, মমতা ও পূজা কুমারি ৷ নিজেদের স্বপ্ন পূরণে, নিজেদের পা দাঁড়াতে, সবচেয়ে বড় ‘মেয়ে’দের নিয়ে সমাজের চিন্তা-ভাবনাকে বদলে দিতে এগিয়ে এসেছেন ৷ যেমন এগিয়ে এসেছেন সালিহার মা তেহমিনা বিবি ও পিঙ্কির মা সুনিতা দেবী ৷ তাঁরা নিজেদের মেয়ের পাশে দাঁড়িয়েছে ৷ আর তাঁদেরও আশা, এই ভাবেই একদিন দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি রাজ্যে মেয়েরা এগিয়ে আসবে সমাজকে বদলে দিতে ৷ নিজেদের অস্তিত্বকে শুধুমাত্র অন্দরমহলে আটকে না রেখে, গোটা বিশ্বের কাছে তুলে ধরতে ৷ আর এইভাবেই একদিন গোটা বিশ্বকে জানিয়ে দেবে লিঙ্গ বৈষম্যকে বলে কিছু হয় না ৷ এইভাবেই একদিন প্রতিটি ঘরের মেয়ে সমাজের নোংরা, পিছিয়ে পড়া চিন্তাকে দমন করে হয়ে উঠবে অন্য দুর্গা ৷ যেমন ঝাড়খন্ডের শোভা, অনিতা, সরস্বতী সালিহা বিবি, মমতা ও পূজা কুমারি ৷
পিছিয়ে পড়া শিশুদের অধিকাররক্ষার উদ্দেশ্যে গত ৩৮ বছর ধরে দেশের ২৩টি রাজ্যে কাজ করে চলেছে অসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই – চাইল্ড রাইট্‌স অ্যান্ড ইউ’। ক্রাই-এর সম্পর্কে আরও বিশদ জানতে ও শিশুদের অধিকাররক্ষার অভিযানে সামিল হতে লগ অন করুনwww.cry.org
বাংলা খবর/ খবর/দেশ/
চেতনায় বদল, বদল জীবনের, নতুন দিশার খোঁজে এক দল অন্য দুর্গার গল্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement