নির্মম ঘটনা, নোংরা শৌচাগারের মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হল আদিবাসী পরিবারকে !

Last Updated:

জানা গিয়েছে, ওই আদিবাসী পরিবারটি শুক্রবার রাতে অন্য জেলা থেকে গ্রামে ফিরেছিল ।

#গুণা: করোনার আবহে উধাও মানবিকতা । মধ্যপ্রদেশের গুণা জেলার দেবীপুরা গ্রামে একটি স্কুলের শৌচাগারের মধ্যে কোয়ারেন্টাইনে রাখা হল একটি আদিবাসী পরিবারকে । করোনা সন্দেহে ওই পরিবারকে শৌচালয়ের মধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে বলে জানা গিয়েছে । সেই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে একহাত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, ‘‘এই হল গুণার সার্বক চিত্র ।’’
জানা গিয়েছে, ওই আদিবাসী পরিবারটি শুক্রবার রাতে অন্য জেলা থেকে গ্রামে ফিরেছিল । এরপরই স্থানীয়রা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গ্রামে ঢুকতে দিতে অস্বীকার করেন। স্থানীয় প্রশাসনের কর্তারা পরিবারটিকে স্থানীয় স্কুলে রাতে থাকার পরামর্শ দেন। জেলা স্বাস্থ্য আধিকারিকরা রবিবার সকালে পরিবারটির স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তাঁরা দেখেন, পরিবারের প্রধান সদস্যকে স্কুলের শৌচালয়ে বন্দি করে রাখা হয়েছে এবং তিনি সেখানেই বসে খাচ্ছেন। স্বাস্থ্য আধিকারিকরা সেই ছবি তুলে স্বাস্থ্য বিভাগে পাঠিয়ে দেন । এরপরেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্মম ঘটনা, নোংরা শৌচাগারের মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হল আদিবাসী পরিবারকে !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement