নির্মম ঘটনা, নোংরা শৌচাগারের মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হল আদিবাসী পরিবারকে !
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, ওই আদিবাসী পরিবারটি শুক্রবার রাতে অন্য জেলা থেকে গ্রামে ফিরেছিল ।
#গুণা: করোনার আবহে উধাও মানবিকতা । মধ্যপ্রদেশের গুণা জেলার দেবীপুরা গ্রামে একটি স্কুলের শৌচাগারের মধ্যে কোয়ারেন্টাইনে রাখা হল একটি আদিবাসী পরিবারকে । করোনা সন্দেহে ওই পরিবারকে শৌচালয়ের মধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে বলে জানা গিয়েছে । সেই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর । কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে একহাত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, ‘‘এই হল গুণার সার্বক চিত্র ।’’
জানা গিয়েছে, ওই আদিবাসী পরিবারটি শুক্রবার রাতে অন্য জেলা থেকে গ্রামে ফিরেছিল । এরপরই স্থানীয়রা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গ্রামে ঢুকতে দিতে অস্বীকার করেন। স্থানীয় প্রশাসনের কর্তারা পরিবারটিকে স্থানীয় স্কুলে রাতে থাকার পরামর্শ দেন। জেলা স্বাস্থ্য আধিকারিকরা রবিবার সকালে পরিবারটির স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তাঁরা দেখেন, পরিবারের প্রধান সদস্যকে স্কুলের শৌচালয়ে বন্দি করে রাখা হয়েছে এবং তিনি সেখানেই বসে খাচ্ছেন। স্বাস্থ্য আধিকারিকরা সেই ছবি তুলে স্বাস্থ্য বিভাগে পাঠিয়ে দেন । এরপরেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।
advertisement
#Guna home turf of BJP leader Jyotiraditya Scindia. Toilets being used as quarantine quarters. Let's shower some rose petals, to quell the stink. pic.twitter.com/QJt4tbnvLo
— thakursahab (@65thakursahab) May 3, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 5:47 PM IST