Transgender Couple: নারী থেকে পুরুষ হয়ে অন্তঃসত্ত্বা, প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রূপান্তরকামী দম্পতি

Last Updated:

Transgender Couple: সামাজিক মাধ্যমে বড় খবরটি জিয়া শেয়ার করেছেন৷ জাহাদও এসেছেন শিরোনামে৷ কারণ সম্ভবত তিনিই দেশের প্রথম রূপান্তরকামী পুরুষ যিনি অন্তঃসত্ত্বা হয়েছেন৷

প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় কেরলের এক রূপান্তরকামী দম্পতি৷ কোঝিকোড়ের উম্মালাথুর অঞ্চলের বাসিন্দা জিয়া পাভাল এবং জাহাদ ফাজিল এখন আনন্দ ও উত্তেজনায় রোমাঞ্চিত৷ তাঁদের প্রথম সন্তান জন্মাবে আগামী মাসে, মার্চে৷ সামাজিক মাধ্যমে বড় খবরটি জিয়া শেয়ার করেছেন৷ জাহাদও এসেছেন শিরোনামে৷ কারণ সম্ভবত তিনিই দেশের প্রথম রূপান্তরকামী পুরুষ যিনি অন্তঃসত্ত্বা হয়েছেন৷
জিয়ার জন্মগত লিঙ্গ পরিচয় পুরুষ৷ তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন৷ অন্যদিকে জাহাদ জন্মেছিলেন নারী হয়ে৷ তিনি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছেন৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত, তাঁরা গত তিন বছর ধরে সহবাস করছেন৷ ট্রানজিশন পর্বেই জিয়ার সাহায্যে অন্তঃসত্ত্বা হয়েছেন জাহাদ৷
advertisement
advertisement
তবে স্ত্রী থেকে পুরুষ হওয়ার পথে যে রূপান্তরপর্ব, সেই প্রক্রিয়া বাধা দিয়েছে জাহাদের সন্তান ধারণে৷ সেক্স পরিবর্তনের সময় তাঁর শরীর থেকে ইউটেরাস এবং সন্তানধারণে প্রয়োজনীয় অন্যান্য জননাঙ্গ বাদ দেওয়া হয়নি৷ তবে তাঁর স্তন তত দিন বাদ পড়ে গিয়েছিল৷ কিন্তু ইউটেরাস তখনও শরীরে থাকায় চিকিৎসকরা আশ্বাস দেন সন্তানধারণ সম্ভব৷
advertisement
তাঁদের মেটারনিটি ফোটোশ্যুট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জিয়া৷ জানিয়েছেন তাঁদের জীবনযুদ্ধের কথাও৷ স্বপ্নপূরণে তাঁদের যাঁরা সাহায্য করেছেন, সেই চিকিৎসক ও আত্মীয় পরিজনদের ধন্যবাদ জানিয়েছেন রূপান্তরকামী এই দম্পতি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Transgender Couple: নারী থেকে পুরুষ হয়ে অন্তঃসত্ত্বা, প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রূপান্তরকামী দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement