Agnipath Agitation: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে একের পর এক রাজ্যে। হিংসাত্মক এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেল। বিহারে বিক্ষোভের জেরে বাতিল অসংখ্য ট্রেন। শুধু বিহার নয়, কলকাতা আসানসোল থেকে পূর্ব মধ্য রেলের সমস্ত ট্রেনই প্রায় বাতিল করা হয়েছে যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রেলের তরফে যাত্রীদের ট্রেন বাতিলের এসএমএস করে দেওয়া হয়েছিল ঠিকই, তবে যাঁরা মেসেজ দেখেননি তাঁরা ষ্টেশনে এসে সমস্যা পড়েছেন। হাওড়া স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-ফলকনামা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে। এছাড়াও কলকাতা স্টেশনের মোট ৪টি ট্রেন রবিবার বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- কেন্দ্রের বড় ঘোষণা! আধাসামরিক বাহিনী ও অসম রাইফেলসে অগ্নিবীরদের ১০% সংরক্ষণ!
সময় পরিবর্তন করা হয়েছে
অগ্নিপথ সেনা নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জন্য ট্রেন বাতিল হও পূর্ব মধ্য রেলের অন্যান্য বাতিল ট্রেনের মধ্যে রয়েছে
পূর্ব মধ্য রেলের কোন কোন ট্রেন রবিবার বাতিল হয়েছে রইল তালিকা:-
বাতিল: (১৯.০৬.২০২২)
আরও পড়ুন- "অগ্নিপথের বিক্ষোভকারীদের বিভ্রান্ত করা হয়েছে": CNN-News18 টাউন হলে অনুরাগ ঠাকুর
সময় পরিবর্তন: (১৯.০৬.২০২২)
১। 13151 কলকাতা - জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল ১১:৪৫-এর বদলে বিকেল ৩ টেয় কলকাতা থেকে ছাড়বে।
২। 12381 হাওড়া - নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ৮:১৫-র বদলে বিকেল ৪:৫০-এ ছাড়বে৷
৩। 12305 হাওড়া - নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ২:০৫-এর বদলে বিকেল ৩:১৫-তে ছাড়বে।
৪। 12369 হাওড়া - দেরাদুন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ১ টার বদলে বিকেল ৪:১০ এ ছাড়বে।
৫। 12335 ভাগলপুর - লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ৯ টার বদলে ছাড়বে বিকেল ৫ টায়।
৬। 12367 ভাগলপুর - আনন্দ বিহার (টি) বিক্রমশিলা এক্সপ্রেস ভাগলপুর থেকে সকাল ১১:৫০ এর বদলে ছাড়বে সন্ধ্যায় ৬ টায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।