Anurag Thakur at CNN-News18 Town Hall: "অগ্নিপথের বিক্ষোভকারীদের বিভ্রান্ত করা হয়েছে": CNN-News18 টাউন হলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

Last Updated:

Anurag Thakur Express Concerns About Agnipath: প্রতিবাদের আড়ালে সংঘটিত হিংসার নিন্দা করে অনুরাগ ঠাকুর জানান, যুবক সম্প্রদায়কে আসলে বিভ্রান্ত করা হচ্ছে।

Anurag Thakur at CNN-News18 Town Hall
Anurag Thakur at CNN-News18 Town Hall
#নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্পটি আরও সক্ষম এবং আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ, শনিবার CNN-News18 টাউন হলের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অগ্নিপথের নামে হিংসা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের নিন্দাও করেছেন মন্ত্রী। মঞ্চে CNN-News18-এর মারিয়া শাকিলের সঙ্গে এক কথোপকথনে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর যুবকদের কাছে অগ্নিপথের বিষয়ে যেকোনও উদ্বেগ শান্তিপূর্ণভাবে প্রকাশ করার জন্য আবেদন করেন। সরকারকে চিঠি লিখতেও আমন্ত্রণ জানান তিনি।
“অগ্নিপথ প্রকল্প ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ১০% সংরক্ষণও ঘোষণা করা হয়েছে অগ্নিবীরদের জন্য… অনেক রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ঘোষণা করেছে,” বলেন অনুরাগ। প্রতিবাদের আড়ালে সংঘটিত হিংসার নিন্দা করে অনুরাগ ঠাকুর জানান, যুবক সম্প্রদায়কে আসলে বিভ্রান্ত করা হচ্ছে।
advertisement
advertisement
“কিছু মানুষ এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। শিশুদের প্রতিবাদের জন্য পাঠানো হয়েছিল। তারা এই প্রকল্প সম্পর্কে কী জানবে? আমি তরুণদের কাছে আবেদন জানাতে চাই, আপনাদের যদি প্রশ্ন থাকে, আসুন সেগুলি নিয়ে আলোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনীতে সুশৃঙ্খল লোক দরকার। আমি ভাঙচুর ও হিংসার নিন্দা জানাই। প্রার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে,” বলেন মন্ত্রী।
advertisement
CNN-News18 টাউন হলের এই অনুষ্ঠানে গত বছর কোভিড-১৯ মহামারী মোকাবিলা প্রসঙ্গে অনুরাগ ঠাকুর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম অগ্রাধিকার ছিল দরিদ্রদের যাতে কষ্ট না হয়। “ভারত ১৯৫ কোটি টিকা দেওয়ার রেকর্ড অর্জন করেছে। বিশ্বব্যাপী ভ্রমণের জন্য কোভিড শংসাপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিই প্রথম চিন্তা করেছিলেন,” তিনি বলেন।
advertisement
এদিনের আলোচনায় টোকিও অলিম্পিকে ভারতীয় দলের রেকর্ড পদক জয়ের প্রশংসা করে, আশাবাদী ক্রীড়ামন্ত্রী অনুরাগ বলেন, “আমরা ২০২৪ অলিম্পিকে আরও ভাল পারফরম্যান্স করব। খেলার আগে ও পরে প্রধানমন্ত্রী নিজে আমাদের ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আজ ভারতের মানুষের খেলাধুলায় দুর্দান্ত ভবিষ্যত রয়েছে।”
advertisement
পাকিস্তানের সঙ্গে ক্রিকেট প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে অনুরাগ জানান, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক খেলাধুলো ফের শুরু করা সন্ত্রাসবাদের ইস্যুতে তার পদক্ষেপের উপরই নির্ভর করছে। “এটা নির্ভর করছে সরকার ও পরিস্থিতির ওপর। এখনও পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। পাকিস্তানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একমাত্র তখনই আমরা এ বিষয়ে ভাবতে পারব,” বলেন অনুরাগ ঠাকুর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anurag Thakur at CNN-News18 Town Hall: "অগ্নিপথের বিক্ষোভকারীদের বিভ্রান্ত করা হয়েছে": CNN-News18 টাউন হলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement