Traffic Constable Slapped Food Delivery Boy: পুলিশ বলে রেহাই নেই! ফুড ডেলিভারি বয়কে প্রকাশ্যে চড় মেরে শাস্তির মুখে কনস্টেবল

Last Updated:

Traffic Constable Slapped Food Delivery Boy: ফুড ডেলিভারি বয়কে চড় মেরে তাঁর মোবাইল, বাইকের চাবি কেড়ে নিয়েছিলেন ওই পুলিশ কনস্টেবল।

#কোয়েম্বাটুর: অনলাইন ফুড ডেলিভারি কর্মীকে প্রকাশ্যে মারধর করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে বদলির নির্দেশ দিয়েছে কোয়াম্বাটুর পুলিশ। মোহনসুন্দরম, একজন ফুড ডেলিভারি কর্মী। তাঁকেই প্রকাশ্যে রাস্তায় চড় মারেন সিঙ্গানাল্লুর ট্রাফিক থানায় একজন পুলিশকর্মী। সেই মুহূর্তের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছিল। পথচলতি কেউ ঘটনার সময় মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। উর্দিধারী একজন প্রকাশ্য রাস্তায় ফুড ডেলিভারি বয়কে মারধর করছেন, এমনটা মেনে নিতে পারেননি অনেকেই।
আরও পড়ুন- যত ইচ্ছে Luggage নিয়ে ট্রেনযাত্রা আর নয়! নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল! জানুন...
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সতীশ নামের ওই পুলিশকর্মীকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ওই ফুড ডেলিভারি বয় ট্রাফিক আইন ভঙ্গ করে একটি বেসরকারি স্কুল ভ্যানকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটুরের অবিনাশি রোডে। ডেলিভারি বয়কে একবার ময়, দুবার প্রকাশ্যে চড় মারেন ওই কনস্টেবল। এর পর তাঁর কাছ থেকে মোবাইল ফোন, বাইকের চাবিও কেড়ে নেন। বাইকেরও ক্ষতি করেন।
মোহনসুন্দরম ফাম মল জংশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি বেসরকারি স্কুল ভ্যান দ্রুতগতিতে তাঁর বাইকের দিকে ছুটে আসে। মােহনসুন্দরম সেই বাসটিকে দাঁড় করায়।  কেন সে এমন বেপোরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, সেই কথা চালককে জিজ্ঞাসা করে ওই ডেলিভারি বয়। কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ট
advertisement
দুপক্ষের তীব্র কথা কাটাকাটিতে ওই এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। সেই সময় ওই ক্রসিং-এ ডিউটিতে ছিলেন সতীশ। তিনি এগিয়ে এসে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পরই পর পর দুবার মোহনসুন্দরমকে চড় মেরে বসেন তিনি। তার পর তাঁর ফোন, বাইকের চাবি কেড়ে নেন।
আরও পড়ুন- ছেলে হয়নি, তাই স্ত্রীয়ের গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে অত্যাচার স্বামীর, সঙ্গী শাশুড়ি
ওই সময় পথচলতি কেউ গোটা ঘটনা মোবাইলবন্দি করেন। সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। জানা গিয়েছে, সতীশ নামের সেই কনস্টেবলকে কোয়েম্বাটুরের ট্রাফিক কন্ট্রোলরুমে বদলি করে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Traffic Constable Slapped Food Delivery Boy: পুলিশ বলে রেহাই নেই! ফুড ডেলিভারি বয়কে প্রকাশ্যে চড় মেরে শাস্তির মুখে কনস্টেবল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement