ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে। ছেলে না হওয়ায় এক মহিলাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা এমনই অত্যাচার করল যে শেষ পর্যন্ত প্রাণের আশঙ্কা হল তাঁর। অভিযোগ, মারধর করার পাশাপাশি ওই মহিলার যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। আপাতত গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2/ 5
পুলিশ জানিয়েছে, ওই মহিলার সাত ও দুই বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। মহোবার পুলিশ সুপার সুধা সিং জানিয়েছেন, কোতোয়ালি থানার অন্তর্গত রামনগর জুখা এলাকার বাসিন্দা ওই মহিলার উপর বৃহস্পতিবার রাতে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা হামলা চালায়।
3/ 5
“তার অভিযোগে, মহিলা অভিযোগ করেছেন যে ছেলে না হওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে অত্যাচার করেছে। তার স্বামীও জোর করে তার গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিয়েছিল”। মহিলাকে তখন তাঁর শ্বশুর বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়েছিল।
4/ 5
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তাঁর স্বামী এবং অন্যান্য অভিযুক্তরা পালিয়ে গিয়েছে। মহিলার মতে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে ছেলে সন্তান না হওয়ার জন্য প্রতিদিন হয়রানি ও নির্যাতন করত।
5/ 5
পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে।