#নয়াদিল্লি: ২৬ নভেম্বর দেশজুড়ে ঐক্যবদ্ধ সাধারণ ধর্মঘটের ডাক দিল দেশে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। শুক্রবার ট্রেড ইউনিয়নগুলির জাতীয় কনভেনশন থেকে ৭ দফা দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির অভিযোগের আঙুল কেন্দ্রের শ্রমিক ও কৃষক নীতি নিয়ে।
এই ধর্মঘটের আহ্বায়ক সিআইটিইউ, এআইটিইউসি, আইএটিইউ,ই. এইচএমএস, টিইউসিসি, এলপিএফ, সেবা, ইউটিইউসি-এর মতো সংস্থাগুলি। ধর্মঘটে দাবি তোলা হবে, দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় বাড়ানোর।
ট্রেড ইউনিয়ন নেতৃত্বরা বলছেন, করোনায় ধ্বস্ত দেশের অর্থনীতি, জিডিপি তলানিতে চলে গিয়েছে। পাশাপাশি বেড়েছে কলকরাখানা-সহ নানা বেসরকারি সংস্থায় ছাঁটাই। ছোট ব্যবসায়ীরাও তীব্র সঙ্কটে। এই অবস্থায মানুষের আয় বাড়াতে কর্মসংস্থানের দাবিতে পথে নামছেন তাঁরা।
ধর্মঘটীদের দাবিদাওয়া-
১ রেগাপ্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে। শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরেও এই ধরনের প্রকল্প তালু করতে হবে।
২ শ্রম কোড বিল বাতিল করতে হবে।
৩ তিনটি কৃষি আইন বাতিল করতে হবে।
৪ অসংগঠিত শ্রমিকদের সুরক্ষার জন্য সার্বজনীন পেনশন চালু করতে হবে। মাথাপিছু মাসিক ১০ কেজি খাদ্যশস্য রেশন দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Strike, Trade Union