Abhishek Banerjee to reach Tripura| ত্রিপুরায় পা রাখতে চলেছেন অভিষেক, তার আগে এই 'বিশেষ' ভিডিও আসছে সামনে

Last Updated:

Abhishek Banerjee to reach Tripura| ত্রিপুরার সংস্কৃতি, ইতিহাস মাথায় রেখেই বানানো হয়েছে এই ভিডিও। 

ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। তার আগে বিশেষ প্রস্ততি পড়শি রাজ্য়ে।
ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। তার আগে বিশেষ প্রস্ততি পড়শি রাজ্য়ে।
#কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের সফর নিয়ে পুরোদমে মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফরের আগেই বানিয়ে ফেলা হয়েছে একটি বিশেষ ভিডিও বার্তা। যা দিয়েই অভিষেক বন্দোপাধ্যায়ের সফরের প্রচার শুরু হয়েছে। আসলে ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেটাই তুলে ধরা হয়েছে এই এক মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে। ভিডিওতে ব্যবহার হয়েছে ত্রিপুরা রাজবাড়ি, নীরমহল, ত্রিপুরার উৎসব, চাষীদের কথা।
সূত্রের খবর এই ভিডিওতে ব্যবহার হয়েছে ত্রিপুরার অশান্তির ছবি। কী ভাবে অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হয়েছিল, কী ভাবে তৃণমূলের প্রচার গাড়ি ভাঙা হয়েছে, তাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন সবটাই।
ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সফরের আগে এটাই এখন ত্রিপুরায় দলের ক্যাচলাইন। তাই বদ্ধ ঘরে জোড়া ফুল শিবিরের সমস্ত পক্ষকে সাথে নিয়েই মিটিং করলেন কুণাল ঘোষ ও সুস্মিতা দেব। যেখানে হাজির ছিলেন আশিস লাল সিংহ, সুবল ভৌমিক-সহ স্টিয়ারিং কমিটির সদস্যরা। পাহাড় থেকে সংখ্যালঘু সমস্ত পক্ষের নেতাদের সাথে নিয়েই অভিষেকের সফর সফল করতে উঠেপড়ে নেমেছেন তৃণমূল নেতৃত্ব। সকলকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, আসলে সকলকে দায়িত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস একটা সংঘবদ্ধ দল। এভাবেই ২০২৩ এর লক্ষ্যে তারা সাংগঠনিক শক্তিকে একজোট করে রেখে এগোবে।
advertisement
advertisement
আগামী ৩১ তারিখ ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দুপুর ২ সময় অভিষেকের সভা। তৃণমূলের এই সভা হবে রবীন্দ্রভবনের সামনে। এখানেই এর আগে মিছিল করে সভা করার কথা ছিল অভিষেকের। যদিও সেবার অনুমতি দেয়নি প্রশাসন৷
advertisement
ইতিমধ্যেই সভার জন্যে প্রয়োজনীয় অনুমতি নিয়ে রেখেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে সন্ত্রাস, অপশাসন, বেকারত্ব, মিডিয়া সন্ত্রাসের মতো ইস্যুকে সামনে রেখেই ত্রিপুরার তৃণমূল সংগঠন এই সভার ডাক দিয়েছে। ইতিমধ্যেই এই সভার প্রস্তুতি নিয়েই একযোগে তৃণমূলের সব নেতাদের সাথে নিয়েই বৈঠক হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee to reach Tripura| ত্রিপুরায় পা রাখতে চলেছেন অভিষেক, তার আগে এই 'বিশেষ' ভিডিও আসছে সামনে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement