Abhishek Banerjee rally in Tripura: আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি চেয়ে ফের আবেদন তৃণমূলের, এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মিছিলের অনুমতি না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেই নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee rally in Tripura)৷
#আগরতলা: পর পর দু' দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিলের আবেদন খারিজ করে দিয়েছে ত্রিপুরা পুলিশ (Abhishek Banerjee rally in Tripura)৷ তার পরেও হাল ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব (TMC)৷ এবার আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় মিছিলের অনুমতি চেয়ে ফের পুলিশের কাছে আবেদন জানালো তৃণমূল (Tripura Politics)৷ একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে, এবারেও মিছিলের অনুমতি না মিললে আদালতের দ্বারস্থ হবে তারা৷
আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Rally in Tripura) নেতৃত্বে মিছিল করা হবে বলে প্রথমে ঘোষণা করেছিল তৃণমূল৷ সেই মতো পুলিশের কাছে আবেদন জানানো হয়৷ কিন্তু ওই দিনে একই রুটে অন্য রাজনৈতিক দল আগে থেকে মিছিলের অনুমতি নিয়ে রেখেছে বলে দাবি করে তৃণমূলের আবেদন খারিজ করে পুুলিশ (Tripura Police)৷ পুলিশের থেকে এই চিঠি পেয়ে ১৬ তারিখ মিছিলের অনুমতি চায় তৃণমূল৷ কিন্তু তাতেও অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ৷ এবার পুলিশের তরফে জানানো হয়, পরের দিন বিশ্বকর্মা পুজো থাকায় আগের দিন মিছিলের নিরাপত্তা দেওয়ার মতো বাহিনী পুলিশের হাতে নেই৷
advertisement
advertisement
মিছিলের অনুমতি না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেই (Biplab Deb) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভয় পেয়েই বিপ্লব দেব তাঁকে আটকাতে এমন নির্দেশ দিয়েছে বলে ট্যুইটারে তোপ দাগেন অভিষেক৷
advertisement
এর পর এ দিনই ফের ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মিছিলের অনুমতির জন্য যেভাবে অনুমতি চাওয়া প্রয়োজন, সেভাবেই আমরা চিঠি দিয়েছি৷ তবে এবার অনুমতি না মিললে আমরা আইনের পথে যাবো, সেটাও জানিয়ে রাখছি৷' তৃণমূল নেত্রী সুস্মিতা দেবও ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, '১৫ তারিখ কোন রাজনৈতিক দল কতজনকে নিয়ে আগরতলায় মিছিল করে, সেদিকে আমরা নজর রাখছি৷'
advertisement
বিজেপি অবশ্য দাবি করেছে, পুলিশ প্রশাসন আইন মেনেই কাজ করছে৷ বিজেপি-র পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও গুন্ডাগিরি এবং অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল৷ শেষ পর্যন্ত ২২ তারিখ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দেয় কি না, সেটাই এখন দেখার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2021 11:00 PM IST