Manik Sarkar on TMC Tripura| ফের তৃণমূলের দিকে ঝুঁকেই অকপট ত্রিপুরার বাম স্তম্ভ মানিক সরকার! যে দুই কারণে...

Last Updated:

Manik Sarkar on TMC Tripura| ত্রিপুরায় সিপিএম সমস্ত বাম দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আক্রমণ চলছে সিপিএম তার নিন্দা জানাচ্ছে।

#নয়াদিল্লি: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি না দেওয়ার নিন্দা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar on TMC Tripura)। বললেন, "এটা ত্রিপুরার সংস্কৃতি নয়।"
তাঁর অভিযোগ, মোট ৪৪টি পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে। যার মধ্যে চারটি পার্টি অফিস ভাঙা হয়েছে। বুলডোজার দিয়ে ২৭টি পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে ১২টি পার্টি অফিস লুট করা হয়েছে। তবে শুধু রাজনৈতিক দলের দপ্তরই নয়, আক্রমণ হয়েছে সংবাদমাধ্যমের অফিসেও। চারটি সংবাদপত্রের দপ্তরে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে ডেইলি দেশের কথা, পিবি ২৪ নিউজ, প্রতিবাদী কলম এবং দুরন্ত টিভি। বিজেপি সমর্থকরা হামলা চালিয়েছে ৬৭টি বাড়ি এবং দোকানে।
advertisement
advertisement
এর মধ্যে তেরোটি বাড়িতে আগুন ধরানো হয়েছে লুট করা হয়েছে ৪৮টি বাড়ি। চারটি দোকানে লুট করা হয়েছে এবং দুটি দোকানে আগুন ধরানো হয়েছে। মোট ২৪জন বাম সমর্থকের উপর হামলা চালানো হয়েছে যাদের মধ্যে ১০জন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (Manik Sarkar) আরও অভিযোগ, "২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরায় মোট ৬৬২টি পার্টি অফিস এবং ২০৪টি গণসংগঠনের অফিস ধ্বংস করেছে বিজেপি। রাজ্য জুড়ে ৩১৭৪টি বাড়িতে লুটপাট চালিয়ে ধ্বংস করেছে বিজেপি।"
advertisement
সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অভিযোগ, ত্রিপুরার মতো বিরোধীদের উপর আক্রমণ অন্য কোনও রাজ্যে হচ্ছে না। আশ্চর্যজনক ভাবে কেন্দ্রীয় সরকার কোনও হস্তক্ষেপ করছে না। শুধু বিরোধী রাজনৈতিক দলই নয়, আদালত চত্বরে আইনজীবীরা আক্রান্ত, সাংবাদিকরা আক্রান্ত, সংবাদমাধ্যমের দপ্তরে হামলা হচ্ছে। সাধারণ মানুষের ঘরবাড়ি লুঠ হচ্ছে। সাংবিধানিক অধিকার, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।এদিকে ত্রিপুরার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হওয়ার কথা ছিল সিপিএম প্রতিনিধিদলের।
advertisement
এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সীতারাম ইয়েচুরি জানান, "রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হলেও তার উত্তর এখনও মেলেনি। তবে, আমরা আশা করছি রাষ্ট্রপতি আমাদের সময় দেবেন এবং আমরা গিয়ে আমাদের অভিযোগ জানাতে পারব।" ত্রিপুরার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি সেই চিঠির কোনে স্বীকারোক্তি বা উত্তর এখনও দেননি প্রধানমন্ত্রী মোদি এমনই অভিযোগ করেছেন সীতারাম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manik Sarkar on TMC Tripura| ফের তৃণমূলের দিকে ঝুঁকেই অকপট ত্রিপুরার বাম স্তম্ভ মানিক সরকার! যে দুই কারণে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement