Tmc on Amit Shah: মিলল না সময়, অমিত শাহের অফিস ঘিরে পরিকল্পনা তৃণমূলের! রেশ মুরলীধর সেন লেনেও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc on Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল তৃণমূলের সংসদীয় দল।
#নয়াদিল্লি: ত্রিপুরায় তৃণমূলের উপর ধারবাহিক হামলা, রবিবার তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের ঘটনাগুলিকে সমন্বিত করে এবার জাতীয় স্তরে সাড়া ফেলতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল। ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, এদিনই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল তৃণমূলের সংসদীয় দল।
ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ধরনার জন্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তৃণমূলের ১৬ সাংসদ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা তাঁদের। তবে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু সূত্রের খবর, সেই সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই কারণেই রাজধানীতে তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
Mr @AmitShah Home Minister, Sir.
Brutal attacks on @AITCofficial Even members of media clobbered in Tripura. Unprecedented attacks. Arrests on trumped-up charges. 16 Trinamool MPs have reached Delhi. Sir, please do give us an appointment this morning. Patiently waiting. https://t.co/WaJexNqMWF — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 22, 2021
advertisement
advertisement
ত্রিপুরা পরিস্থিতির কথা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সোমবার সকালেই দেখা করতে চান তৃণমূলের সাংসদরা। অমিত শাহকে ট্যাগ করে একটি টুইটও করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর হামলার একটি ভিডিয়োও তিনি আপলোড করেছেন ওই টুইটে। ট্যুইটে লিখেছেন, ত্রিপুরায় কীভাবে সংবাদমাধ্যমের উপরও হামলা চলেছে। আর সেই কারণেই দেখা করার আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সময় পাওয়া যায়নি বলেই খবর। এরপরই অমিত শাহের বাসভবন ঘিরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
অপরদিকে, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মামলা গ্রহণ হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। ত্রিপুরায় পরিস্থিতির প্রতিবাদে সোমবার দিল্লিতে ধর্নায় বসবেন তৃণমূলের সাংসদদের বড় অংশ।
advertisement
ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পৌঁছনোর আগেই বোমাতঙ্ক ছড়ায় আগরতলা বিমানবন্দরের বাইরে। সেই বিষয়েও বিপ্লব দেব সরকারকে একহাত নেন অভিষেক। বলেন, ''এ তো জঙ্গলরাজ চলছে। আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু ত্রিপুরার সাধারণ মানুষকে কেন ভোগাচ্ছেন বিপ্লব দেব? যাই করুন, কিছুতেই তৃণমূলকে আটকাতে পারবেন না।''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 11:30 AM IST