TMC reaction on farm laws repealed: 'মোদি যুগের শেষের শুরু', দাবি সুখেন্দুর, গণতন্ত্রের জয় দেখছেন সৌগত

Last Updated:

এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Farm Laws Repealed)৷

কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে খুশি তৃণমূল৷ Photo-PTI/ANI
কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে খুশি তৃণমূল৷ Photo-PTI/ANI
#কলকাতা: মোদি যুগের শেষের শুরু৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করার পর এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (TMC reaction on farm laws repealed)৷ আর এক তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য কেন্দ্রের এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় হিসেবেই দেখছেন৷ তার দাবি, সংসদের শীতকালীন অধিবেশনের সময় বিক্ষোভ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (=farm laws repealed)৷
এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Speech) ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ২৯ নভেম্বর থেকে সংসদে অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে নেওয়ার জন্য অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
প্রথম থেকেই কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস৷ দিল্লি সীমান্তে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে আসেন তৃণমূল সাংসদরা৷ তিন আইন প্রত্যাহারের দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যান কৃষক নেতা রাকেশ টিকায়েত৷ ফলে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে স্বভাবতই খুশি তৃণমূল৷
advertisement
কেন্দ্রের এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'কৃষকরা দিল্লির সীমান্তে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছেন৷ রোদ, জল, ঠান্ডার মধ্যে আন্দোলন করতে গিয়ে অনেক কৃষক মারা গিয়েছেন৷ লখিমপুরে বিজেপি-র মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে চারজন কৃষককে মেরেছে৷ হরিয়ানার কোনও গ্রামে মন্ত্রীদের ঢুকে সভা করতে দেয়নি কৃষকরা৷ অবশেষে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদি কৃষকদের দাবির সামনে নত হয়েছেন৷ কৃষককরা আগে থেকেই বলেছিলেন, এই তিন আইন চালু হলে ন্যূনতম সহায়ক মূল্যের ব্যবস্থা বন্ধ হবে, পুঁজিপতি ব্যবসায়ীরা লাভবান হবেন৷ এই আইন প্রত্যাহারের ফলে কৃষকদের সেই আশঙ্কা দূর হল৷'
advertisement
আর এক তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট মোদি যুগের শেষের শুরু৷ ফেব্রুয়ারি মাসে যে রাজ্যগুলিতে নির্বাচন আছে, সেখানে নিজেদের হার নিশ্চিত বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷' তৃণমূলের রাজ্যসভার সাংসদের আরও দাবি, শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না৷ বরং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যে কৃষকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ কৃষি আইন প্রত্যাহার আসলে 'অহঙ্কারের পরাজয়' বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC reaction on farm laws repealed: 'মোদি যুগের শেষের শুরু', দাবি সুখেন্দুর, গণতন্ত্রের জয় দেখছেন সৌগত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement