Tripura Politics: দিন কয়েক আগেও ছিলেন BJP-তে, সেই বিধায়ক এখন খালি গায়ে তৃণমূলের প্রতিবাদে!

Last Updated:

Tripura Politics: ধর্নায় বসেন বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব, সুবল ভৌমিকের মতো তৃণমূল নেতা-নেত্রীরা৷ আর সেখানেই ত্রিপুরার বিধায়ক আশিস দাসকে খালি গায়ে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়৷

ত্রিপুরায় প্রতিবাদ
ত্রিপুরায় প্রতিবাদ
#আগরতলা: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee in Tripura) প্রথম সভাতেই বিজেপি-তে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। জল্পনা সত্যি করেই ত্রিপুরার (Tripura Politics) BJP বিধায়ক আশিস দাসের সেই যোগদানে শোরগোল পড়ে গিয়েছিল ত্রিপুরা রাজনীতিতে। সেই আশিস দাস বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে পথ বেছে নিলেন, তাতে চমৎকৃত অনেকেই। পুরভোটের প্রচারে বাধা দেওয়া হচ্ছে তৃণমূলকে৷ এই অভিযোগ তুলে শুক্রবার আগরতলায় ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস৷ ধর্নায় বসেন বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব, সুবল ভৌমিকের মতো তৃণমূল নেতা-নেত্রীরা৷ আর সেখানেই ত্রিপুরার বিধায়ক আশিস দাসকে খালি গায়ে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়৷
প্রসঙ্গত, বিজেপি-র সঙ্গে দূরত্ব বাড়াতে কলকাতায় এসে কালীঘাট মন্দিরে মস্তক মুণ্ডন করে আদিগঙ্গায় স্নান করেছিলেন ত্রিপুরার এই বিজেপি-র প্রাক্তন বিধায়ক। বিজেপি যে ছাড়বেন, তখনই তা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, তাঁর মোহভঙ্গ হয়েছে। অপরাধবোধ থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
আশিস দাস ত্রিপুরায় ডালাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ত্রিপুরা রাজনীতিতে আশিস দাস বিধায়ক বিপ্লব দেব বিরোধী গোষ্ঠীর সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ বলে পরিচিত। আর এই সুদীপ রায় বর্মনকে নিয়েই এখনও চর্চা অব্যাহত ত্রিপুরায়। তিনিও কি দলবদল করবেন, তা নিয়ে এখনও চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। আর তা যদি হয়, তা বিজেপি-র জন্য হবে বিরাট ধাক্কা। আশিস দাসের যোগদান ও তাঁর এই বেনজির প্রতিবাদের ভাষা সেই দলবদলের কোন ইঙ্গিত দিয়ে গেল কিনা, তা নিয়ে আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে।
advertisement
advertisement
বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা, গোয়ার মতো ছোট বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত ত্রিপুরায় তাই সংগঠন পাকাপোক্ত করতে মরিয়া তৃণমূল। এই আবহে পড়শি রাজ্যের বিজেপি বিধায়ক দলবদল করে পুরনো দলের বিরুদ্ধে এই ভূমিকায় দেখা গেলে তাতে তৃণমূলেরই জোর বাড়বে মনে করছে রাজনৈতিক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: দিন কয়েক আগেও ছিলেন BJP-তে, সেই বিধায়ক এখন খালি গায়ে তৃণমূলের প্রতিবাদে!
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement