সামনেই বিধানসভা ভোট, মেঘালয়ে মন পেতে কোন নতুন 'কার্ড' তৃণমূলের?

Last Updated:

মেঘালয় তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই MYE card ব্যাপক সাড়া ফেলেছে যুবদের মধ্যে। গত ৯৬ ঘণ্টায় ৩০ হাজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। যদিও বিরোধী শিবির এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসকে৷ তাদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল।

#মেঘালয়: মেঘালয়ে ক্ষমতায় থাকতে এবার নতুন তাস তৃণমূলের। নাম MYE কার্ড। এবার এই কার্ডের মাধ্যমে মেঘালয়ের যুব সমাজের মন পেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সাড়াও নাকি ভালই মিলছে। অন্তত তেমনটাই দাবি করছে তৃণমূল।
মেঘ-পাহাড়ের রাজ্যের বিধানসভায় এখন প্রধান বিরোধী দল তৃণমূল। এখন লক্ষ্য ফেব্রুয়ারির ভোট। মোট ৫২ আসনে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে তৃণমূল প্রার্থীর নাম। তাই ভোটের মেঘালয়ে সাধারণ মানুষ থেকে যুব সমাজকে খুশি করতে মরিয়া ঘাসফুল শিবির। বয়ে যাচ্ছে একের পর এক প্রতিশ্রুতির বন্যা।
advertisement
advertisement
যুব ভোট পেতে MYE কার্ড ও মহিলা ভোট পেতে WE কার্ডের উপর ভরসা রাখছে তৃণমূল। গত মাসেই তৃণমূল কংগ্রেসের তরফে মহিলাদের জন্য WE Card ঘোষণা করা হয়েছিল। যার মাধ্যমে সমস্ত মহিলাদের মাসিক এক হাজার টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল।  এবার বেকার যুবকদের জন্যে ঘোষণা করে দেওয়া হল "MYE card" এর কথা। কিন্তু কী এই MYE কার্ড?
advertisement
MYE আদতে হল মেঘালয় ইয়ুথ এমপ্লয়মেন্ট কার্ড। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘালয়ের যুবরা www.tmcmyecard.com গিয়ে এখন থেকেই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন৷ তাঁদের নাম এখন থেকেই দলের কাছে নথিভুক্ত করা থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারে এলে কর্মসংস্থানের যে কাজ শুরু হবে, তাতে এই যুবরা অগ্রাধিকার পাবেন।
মেঘালয় তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই MYE card ব্যাপক সাড়া ফেলেছে যুবদের মধ্যে। গত ৯৬ ঘণ্টায় ৩০ হাজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। যদিও বিরোধী শিবির এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসকে৷ তাদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল।
advertisement
বিজেপি-র এই অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। মেঘালয় তৃণমূল কংগ্রেসের দাবি, সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। যেহেতু, অনেক আগে থেকেই সাড়া মিলছে তাই বিরোধীরা এই সব প্রচার করছেন। ঘাসফুল শিবিরের দাবি, এর মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতী মাসিক এক হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া আগামী ৫ বছরে তিন লক্ষ কর্মসংস্থানের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেখানেও কার্ড হোল্ডাররা অগ্রাধিকার পাবেন।
advertisement
মেঘালয় তৃণমূল কংগ্রেসের বক্তব্য, গত ৫ বছরে মেঘালয় সরকার কর্মসংস্থানের কোনও ব্যবস্থাই করতে পারেনি৷ বারবার ধরে তারা প্রতিশ্রুতি দিলেও, সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে৷ এর ফলে যুবদের মধ্যে ও তাদের উপরে নির্ভরশীল পরিবারের কাছে তা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সামনেই বিধানসভা ভোট, মেঘালয়ে মন পেতে কোন নতুন 'কার্ড' তৃণমূলের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement