TMC In Parliament: ৮০০০ কোটি টাকা বকেয়া বাংলার! মিলবে কবে? 'মনরেগা', 'আবাস' নিয়ে সংসদে সরব সুদীপ, সৌগত
- Published by:Sanjukta Sarkar
- Written by:Rajib Chakraborty
Last Updated:
TMC In Parliament: শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের বকেয়ার দাবিতে সরব তৃণমূল কংগ্রেস সাংসদরা। সোমবার লোকসভায় মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মত প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া আদায়ের দাবি তোলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায়।
নয়াদিল্লি : শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের বকেয়ার দাবিতে সরব তৃণমূল কংগ্রেস সাংসদরা। সোমবার লোকসভায় মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মত প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া আদায়ের দাবি তোলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায়। এদিন জিরো আওয়ারে সুদীপ বন্দোপাধ্যায় বলেন, টাকা আটকে রেখে রাজ্যের উন্নয়নে বাধা তৈরি করছে কেন্দ্রীয় সরকার।
তিনি বলেন, মনরেগা, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের মতো প্রকল্পগুলিতে রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার যত টাকা বরাদ্দ করেছে, সেই সমস্ত টাকা আটকে রাখা হয়েছে গত ২ বছর ধরে। রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ৮,০০০ কোটি টাকা।”
advertisement
advertisement
সুদীপ আরও বলেন, আমরা কয়েকজন সাংসদ এবং মন্ত্রী দিল্লিতে এসেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে। অবাক করার বিষয়, আমাদের ২ ঘণ্টা অপেক্ষা করানো হল, চা পানের প্রস্তাব দেওয়া হল। আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পর আমরা যখন দেখা করতে গেলাম, তিনি চলে গেলেন। ” তিনি স্পষ্ট বলেন, “আমাদের প্রবীণ সাংসদদের গায়ের জোরে তুলে নিয়ে যাওয়া হল ২০ কিলোমিটার দূরের থানায়। আমার আবেদন, কোনও দেরি না করে বকেয়া টাকা দেওয়া হোক।”
advertisement
একই সুরে সৌগত রায় বলেন, মনরেগা খাতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়ার অঙ্ক বর্তমানে ৭ হাজার কোটি টাকার বেশি। বাংলার মানুষের দুঃখ যে, কেন্দ্রীয় সরকার তাঁদের বঞ্ছিত করছে।”
advertisement
অন্যদিকে, সুদীপের বক্তব্যের পাল্টা দেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ করেন। সাংবাদিকদের সুদীপ বন্দোপাধ্যায় বলেন, মন্ত্রী রাজনীতি করলেন। প্রথম কথা, আমি যে বিষয়গুলি তুলেছি, মনরেগা, স্বাস্থ্য মিশন, আবাসন। এগুলি নিয়ে জবাব দেবেন এই সমস্ত দপ্তরের মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান জবাব দিতে শুরু করলেন। আমি আশ্চর্য হলাম। এই বিষয়টি এখানেই শেষ হবে না। অতিরিক্ত বাজেট নিয়ে আলোচনায় আমরা বিষয়গুলি তুলব। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত, মুখ্যমন্ত্রী আসতে প্রস্তুত। যে জবাব আজ দেওয়া হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার দম্ভের জোরে, সেটি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 10:44 AM IST