TMC in Kashmir: কেমন আছে জম্মু-কাশ্মীর? খোঁজ নিতে হাজির তৃণমূলের প্রতিনিধিরা, বৈঠক মুখ্যমন্ত্রী ওমরের সঙ্গে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC in Kashmir: তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করার পর এলাকা পরিদর্শনে যান। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আন্তরিক সমবেদনা জানান।
জম্মু: সীমান্তে জঙ্গিদের মদত দিয়ে সন্ত্রাসবাদ কায়েম করেই চলেছে পাকিস্তান। বছরের পর বছর যার জেরে নিরীহ সাধারণ মানুষ বলি হয়ে চলেছেন জম্মু-কাশ্মীরে। সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে ভয়ঙ্কর জঙ্গি হামলা। প্রাণ গিয়েছে নিরীহ পর্যটকদের।
অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত। এরপর কাশ্মীরের জনজীবনের হাল হকিকত খতিয়ে দেখতে এবং শান্তির দাবি নিয়ে কাশ্মীর পরিদর্শনে গিয়েছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবারই তাঁরা পৌঁছে যায় শ্রীনগরে।
আরও পড়ুন: ‘মা আমি চুরি করিনি গো!’ চিপস চুরির অভিযোগে ছোট্ট বাচ্চার সঙ্গে সিভিক ভলান্টিয়ার দোকানি যা করল! সব শেষ, পড়ে রইল কেবল দুটো লাইন…
বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সঙ্গে বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধিরা। তারপর পুঞ্চ ও তাংধারে পাক গোলাবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের গুলি ও গোলাবর্ষণের ফলে পুঞ্চ ও তাংধারে ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন ৪৩ জন। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করার পর এলাকা পরিদর্শনে যান। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আন্তরিক সমবেদনা জানান।
advertisement
advertisement

তৃণমূলের ৫ প্রতিনিধি
আরও পড়ুন: স্বামী বিদেশে যেতেই রোজ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রেমিকের! হাতেনাতে ধরা পড়তেই পঞ্চায়েত যা নিদান দিল অবিশ্বাস্য
প্রতিনিধি দলে থাকা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর ও মন্ত্রী মানুষ ভুঁইয়ারা বলেন, ‘পুঞ্চে পাকিস্তানের বর্বোরোচিত আক্রমণের ফলে যেভাবে সকল সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার জন্য আমরা হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি। আমাদের পাঁচ জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেছেন। এখন পুঞ্চে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি। আমরা সর্বদা মানবতার পক্ষে, মানুষের পাশে।’
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 5:12 PM IST