TMC demands resignation of Goa CM Pramod Sawant: মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি, রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল, মমতার সফরের আগেই সরগরম গোয়া

Last Updated:

তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলছেন বিজেপি সমর্থকরা (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷

মমতার সফরের আগেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফার দাবি তুলল তৃণমূল৷
মমতার সফরের আগেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফার দাবি তুলল তৃণমূল৷
#পানাজি: হাতিয়ার গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের তোলা দুর্নীতির অভিযোগ৷ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফা চেয়ে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়েরর দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷ সোমবারই বাহাত্তর ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফার দাবিতে সরব হয়েছিল তৃণমূল৷ এ দিন সেই দাবি নিয়ে গোয়ার রাজ্যপালের সঙ্গে দেখা করেন সৌগত রায়, বাবুল সুপ্রিয় (Babul Supriyo), লুইজিনহো ফেলেইরোর মতো তৃণমূল নেতারা৷ তাঁদের আরও অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলছে বিজেপি৷
২০১৯ সালের নভেম্বর মাস থেকে ২০২০-র অগাস্ট মাস পর্যন্ত গোয়ার রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক৷ সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, গোয়ার বিজেপি সরকার দুর্নীতিতে ডুবে আছে (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷ মালিকের অভিযোগ, গোয়ার বিজেপি সরকারের সব কাজেই দুর্নীতি রয়েছে৷ এই দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে রাজ্যপালের পদ থেকে সরে যেতে হয়েছে বলেও দাবি করেছেন সত্যপাল৷ করোনার সময়ও গোয়ার সরকার দুর্নীতিতে জড়িয়েছে বলে অভিযোগ করেন সত্যপাল মালিক৷ গোয়ার প্রাক্তন রাজ্যপালের এই অভিযোগকে অস্ত্র করেই গোয়ার মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে তৃণমূল (TMC in Goa)৷ রাজ ভবনে গিয়ে বর্তমান রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের কাছেও গোয়ার বিজেপি সরকারের দুর্নীতির অভিযোগে সরব হন তাঁরা৷
advertisement
তৃণমূলের প্রকাশিত একটি ভিডিও-তে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন প্রমোদ সাওয়ান্তের ইস্তফা ছাড়াও সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নেতৃত্বে গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন৷ এ দিন রাজ ভবন থেকে বেরিয়ে আর এক তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ও গোয়ার বিজেপি সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান৷
advertisement
advertisement
তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলছেন বিজেপি সমর্থকরা৷ তাঁর অভিযোগ, তৃণমূল গোয়ায় পা রাখতেই ভয় পেয়ে এসব করছে বিজেপি৷ বিষয়টি গোয়ার রাজ্যপালের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷
যদিও তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, 'গোয়ায় আমাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস৷ তাদের ফেস্টুন, পতাকা কেউ ছিঁড়ছে না, আর তৃণমূলেরটা ছিঁড়তে যাবে? গোয়ায় তৃণমূল বিজেপি-র কাছে নস্যি৷ প্রচারের আলোয় আসার জন্য তৃণমূল গোয়ায় এই সমস্ত অভিযোগ তুলছে৷'
advertisement
আগামী ২৮ অক্টোবর গোয়া পৌঁছনোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীর উপস্থিতিতেই গোয়ার আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের তৃণমূলে যোগ দেওয়ার কথা৷ তার আগে তৃণমূলের অভিযোগকে কেন্দ্র করে সরগরম গোয়ার রাজনীতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC demands resignation of Goa CM Pramod Sawant: মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি, রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল, মমতার সফরের আগেই সরগরম গোয়া
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement