TMC demands resignation of Goa CM Pramod Sawant: মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি, রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল, মমতার সফরের আগেই সরগরম গোয়া
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলছেন বিজেপি সমর্থকরা (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷
#পানাজি: হাতিয়ার গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের তোলা দুর্নীতির অভিযোগ৷ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফা চেয়ে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়েরর দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷ সোমবারই বাহাত্তর ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফার দাবিতে সরব হয়েছিল তৃণমূল৷ এ দিন সেই দাবি নিয়ে গোয়ার রাজ্যপালের সঙ্গে দেখা করেন সৌগত রায়, বাবুল সুপ্রিয় (Babul Supriyo), লুইজিনহো ফেলেইরোর মতো তৃণমূল নেতারা৷ তাঁদের আরও অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলছে বিজেপি৷
২০১৯ সালের নভেম্বর মাস থেকে ২০২০-র অগাস্ট মাস পর্যন্ত গোয়ার রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক৷ সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, গোয়ার বিজেপি সরকার দুর্নীতিতে ডুবে আছে (TMC demands resignation of Goa CM Pramod Sawant)৷ মালিকের অভিযোগ, গোয়ার বিজেপি সরকারের সব কাজেই দুর্নীতি রয়েছে৷ এই দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে রাজ্যপালের পদ থেকে সরে যেতে হয়েছে বলেও দাবি করেছেন সত্যপাল৷ করোনার সময়ও গোয়ার সরকার দুর্নীতিতে জড়িয়েছে বলে অভিযোগ করেন সত্যপাল মালিক৷ গোয়ার প্রাক্তন রাজ্যপালের এই অভিযোগকে অস্ত্র করেই গোয়ার মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে তৃণমূল (TMC in Goa)৷ রাজ ভবনে গিয়ে বর্তমান রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের কাছেও গোয়ার বিজেপি সরকারের দুর্নীতির অভিযোগে সরব হন তাঁরা৷
advertisement
তৃণমূলের প্রকাশিত একটি ভিডিও-তে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন প্রমোদ সাওয়ান্তের ইস্তফা ছাড়াও সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নেতৃত্বে গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন৷ এ দিন রাজ ভবন থেকে বেরিয়ে আর এক তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ও গোয়ার বিজেপি সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান৷
advertisement
advertisement
তৃণমূলে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর অভিযোগ, পানাজি সহ গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলছেন বিজেপি সমর্থকরা৷ তাঁর অভিযোগ, তৃণমূল গোয়ায় পা রাখতেই ভয় পেয়ে এসব করছে বিজেপি৷ বিষয়টি গোয়ার রাজ্যপালের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷
যদিও তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, 'গোয়ায় আমাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস৷ তাদের ফেস্টুন, পতাকা কেউ ছিঁড়ছে না, আর তৃণমূলেরটা ছিঁড়তে যাবে? গোয়ায় তৃণমূল বিজেপি-র কাছে নস্যি৷ প্রচারের আলোয় আসার জন্য তৃণমূল গোয়ায় এই সমস্ত অভিযোগ তুলছে৷'
advertisement
আগামী ২৮ অক্টোবর গোয়া পৌঁছনোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীর উপস্থিতিতেই গোয়ার আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের তৃণমূলে যোগ দেওয়ার কথা৷ তার আগে তৃণমূলের অভিযোগকে কেন্দ্র করে সরগরম গোয়ার রাজনীতি৷
Location :
First Published :
October 27, 2021 2:10 AM IST