Mahua Moitra: ছিঁড়ল মহুয়া মৈত্রের শাড়ি, দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভব্যতার অভিযোগ তৃণমূলের
- Reported by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
নয়াদিল্লি: কৃষি ভবন থেকে তৃণমূলের নেতা নেত্রীদের সরাতে গিয়ে দলের মহিলা নেত্রীদের সঙ্গে চরম অভব্যতার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে৷ টানা হ্যাঁচড়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাড়ি ছিঁড়ে গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷ শুধু মহুয়া মৈত্র নন, বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের একাধিক মহিলা নেত্রীকেও টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে৷
এ দিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের দিল্লি অভিযানের দ্বিতীয় দিন ছিল৷ যন্তর মন্তরে বিক্ষোভের পর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে কৃষি ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷ কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জানিয়ে দেন, তিনি দেখা করতে পারবেন না৷
advertisement
advertisement
This is how elected MPs of the world’s largest democracy are treated after being given an appointment to meet with a Minister of the Govt of India (which she refused to honour after making us wait 3 hours)
Shame @narendramodi shame @AmitShah pic.twitter.com/cmx6ZzFxBu
— Mahua Moitra (@MahuaMoitra) October 3, 2023
advertisement
এ কথা শোনার পরই অভিষেক জানিয়ে দেন, মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা কৃষি ভবন ছাড়বেন না৷ কৃষি ভবনের ভিতরেই ধরনায় বসেন অভিষেক সহ তৃণমূল নেতারা৷ শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের সরিয়ে দিতে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী৷ ছিল মহিলা পুলিশও৷
প্রথমে অভিষেক সহ অন্যান্য নেতাদের কৃষি ভবন থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করে পুলিশ৷ তাতে কাজ না হওয়ায় কার্যত চ্যাংদোলা, টানাহ্যাঁচড়া করেই তৃণমূল নেতানেত্রীদের বের করে নিয়ে যায় পুলিশ। ছাড় দেওয়া হয়নি মহুয়া মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদার মতো মহিলা সাংসদ, বিধায়কদেরও। এই টানাহ্যাঁচড়ার সময়ই মহুয়া মৈত্রের শাড়ি ছিঁড়ে যায় বলে অভিযোগ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2023 9:42 PM IST









