Tirupati Rain: প্রবল বৃষ্টি, হু হু করে ঢুকছে জল, বিধ্বস্ত গোটা Andhra Pradesh, Reservoir ধরেছে ফাটল, এবার কী হবে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷ লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যা, তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷
#তিরুপতি : অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷ লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যার কারণে শহরের সবচেয়ে বড় বাঁধে ফাটল তৈরি হয়ে গেছে৷ ভারীর বৃষ্টির কারণে হাইওয়ে সমেত প্রধান সড়কের অবস্থা খারাপ হয়ে গেছে৷ শহর ও গ্রামের যোগাযোগ ভেঙে গেছে৷ এখন বৃষ্টি থামলেও সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হচ্ছে৷
NDTV -র রিপোর্ট অনুযায়ি, তিরুপতিতে স্থিত রামচন্দ্রপরুমে রাজ্যের সবচেয়ে বড় বাঁধ৷ রায়লা চেরুবু -র আশেপাশের বাঁধে ফাটল ধরেছে৷ স্থানীয় প্রশাসনদের জরুরি সূচনা জারি করা হয়েছে৷ দস্তাবেজ নিয়ে সুরক্ষিত জায়গায় যেতে আবেদন করা হচ্ছে সকলকে৷
Andhra Pradesh: Heavy rainfall leads to inundation of roads in Tirupati CM YS Jagan Mohan Reddy has directed the authorities to be vigilant and take necessary measures in wake of the inclement weather. pic.twitter.com/4h6tdgv6Ro
— ANI (@ANI) November 18, 2021
advertisement
advertisement
তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷
Crazily frightening visuals of #flooding from #Tirupati; #TirupatiRains that turned into #tirupatifloods once again shows we cannot play with nature & environment; reality of #ClimateChange once again so visible #FuryOfNature #GodsAreAngry @ndtv @ndtvindia #SharingVisualsAsRecd pic.twitter.com/5ddnvsckWs
— Uma Sudhir (@umasudhir) November 18, 2021
advertisement
Today at Tirumala Temple pic.twitter.com/18rYBXmQ7W
— GoTirupati (@GoTirupati) November 18, 2021
Now at Kapilatheertham and Malwadi Gundam falls pic.twitter.com/D4I7oNKeZq
— GoTirupati (@GoTirupati) November 18, 2021
At Kapilatheertham falls pic.twitter.com/xZUMjGAiyU
— GoTirupati (@GoTirupati) November 18, 2021
advertisement
এই ক্ষেত্রে আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা জারি করতে হয়ে বাঁধের জলের স্তর বাড়তে শুরু করেছে৷ এই জন্যে সমস্ত মানুষদের তাড়াতাড়ি গ্রাম ছেড়ে দিতে বলা হয়েছে৷ পাশাপাশি সকলকে বলা হয়েছে আত্মীয় স্বজনদের জানিয়ে দিতে তাঁরা কোথায় যাচ্ছে৷ প্রশাসন বাঁধের কাছাকাছি যেতেও সকলকে নিষেধ করেছে৷
advertisement
চিত্তুর জেলার তিরুমালার পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় জল আসছে কারণ স্বর্ণমুখী নদীতে ভয়ানক জলস্তরে বৃদ্ধি হয়েছে৷ এর ফলে একাধিক জলাশয় ভরে গেছে৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রবল জলের তোড়ের কারণে মাটি গলে এই জলের সঙ্গে পড়ছে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগন মোহন রেড্ডি বন্যা প্রভাবিত এলাকা ঘুরে দেখেছেন৷
advertisement
এখনও অবধি এই প্রবল বৃষ্টির জেরে বন্যার কারণে পুরো অন্ধ্রপ্রদেশে এখনও অবধি ২৪ জনের মৃত্যু হয়েছে৷ রায়লসীমা ক্ষেত্র এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিখোঁজ হয়েছে৷ মৌসম বিভাগের মতে বৃষ্টির কারণে একাধিক জেলায় প্রচুর ক্ষতি হয়েছে৷ এত বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রতিনিয়ত মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে চলেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2021 9:16 PM IST