Tirupati Rain: প্রবল বৃষ্টি, হু হু করে ঢুকছে জল, বিধ্বস্ত গোটা Andhra Pradesh, Reservoir ধরেছে ফাটল, এবার কী হবে

Last Updated:

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷ লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যা, তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷

Tirupati Rain: Andhra flood fears
Tirupati Rain: Andhra flood fears
#তিরুপতি : অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) মন্দির শহর হিসেবে জানা যায় তিরুপতিকে (Tirupati)৷  লাগাতার ৪ দিন অবধি বৃষ্টির থেকে এখন বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে৷ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বন্যার কারণে শহরের সবচেয়ে বড় বাঁধে ফাটল তৈরি হয়ে গেছে৷  ভারীর বৃষ্টির কারণে হাইওয়ে সমেত প্রধান সড়কের অবস্থা খারাপ হয়ে গেছে৷ শহর ও গ্রামের যোগাযোগ ভেঙে গেছে৷ এখন বৃষ্টি থামলেও সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হচ্ছে৷
NDTV -র রিপোর্ট অনুযায়ি, তিরুপতিতে স্থিত রামচন্দ্রপরুমে রাজ্যের সবচেয়ে বড় বাঁধ৷ রায়লা চেরুবু -র আশেপাশের বাঁধে ফাটল ধরেছে৷  স্থানীয় প্রশাসনদের জরুরি সূচনা জারি করা হয়েছে৷ দস্তাবেজ নিয়ে সুরক্ষিত জায়গায় যেতে আবেদন করা হচ্ছে সকলকে৷
advertisement
advertisement
তিরুপতিতে বৃষ্টি (Tirupati Rain)  ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বন্যার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন৷
advertisement
advertisement
এই ক্ষেত্রে আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা জারি করতে হয়ে বাঁধের জলের স্তর বাড়তে শুরু করেছে৷ এই জন্যে সমস্ত মানুষদের তাড়াতাড়ি গ্রাম ছেড়ে দিতে বলা হয়েছে৷ পাশাপাশি সকলকে বলা হয়েছে আত্মীয় স্বজনদের জানিয়ে দিতে তাঁরা কোথায় যাচ্ছে৷ প্রশাসন বাঁধের কাছাকাছি যেতেও সকলকে নিষেধ করেছে৷
advertisement
চিত্তুর জেলার তিরুমালার পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় জল আসছে কারণ স্বর্ণমুখী নদীতে ভয়ানক জলস্তরে বৃদ্ধি হয়েছে৷ এর ফলে একাধিক জলাশয় ভরে গেছে৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রবল জলের তোড়ের কারণে মাটি গলে এই জলের সঙ্গে পড়ছে৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগন মোহন রেড্ডি বন্যা প্রভাবিত এলাকা ঘুরে দেখেছেন৷
advertisement
এখনও অবধি এই প্রবল বৃষ্টির জেরে বন্যার কারণে পুরো অন্ধ্রপ্রদেশে এখনও অবধি ২৪ জনের মৃত্যু হয়েছে৷ রায়লসীমা ক্ষেত্র এলাকায় বন্যার কারণে অনেক মানুষ নিখোঁজ হয়েছে৷ মৌসম বিভাগের মতে বৃষ্টির কারণে একাধিক জেলায় প্রচুর ক্ষতি হয়েছে৷ এত বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রতিনিয়ত মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tirupati Rain: প্রবল বৃষ্টি, হু হু করে ঢুকছে জল, বিধ্বস্ত গোটা Andhra Pradesh, Reservoir ধরেছে ফাটল, এবার কী হবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement