১০% সংরক্ষণের ফলে দেখে নিন কোন তিন রাজ্যের মানুষ সব থেকে লাভবান হতে চলেছে...

Last Updated:
#নয়াদিল্লি: সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিষয়টি ইতিমধ্যেই সংসদে পাশ হয়ে গিয়েছে ৷ রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দও তার অনুমতি দিয়ে দিয়েছেন ৷ গুজরাত সরকার ১৪ জানুয়ারি থেকে রাজ্যে এই নিয়ম লাগু করে দিয়েছে ৷ গুজরাতের পর বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন ঝাড়খণ্ড, উত্তরাখান্ড ও হিমাচল প্রদেশও শীঘ্রই লাগু হতে চলেছে এই নিয়ম ৷ বছরে ৮ লক্ষ টাকার থেকে কম আয় যাদের তারা সংরক্ষণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল ৷ দেশে প্রায় ৫ কোটি ১৫ লক্ষ মানুষের আয় ৮ লক্ষ টাকার কম ৷
কোন তিনটি রাজ্যে সবচেয়ে বেশি লাভবান হবে ?
advertisement
IHDS এর একটি রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন ৷ পশ্চিমবঙ্গে বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম উচ্চবর্ণের মানুষ প্রায় ১৭.২ শতাংশ ৷ উত্তরপ্রদেশ ১৩.৩ শতাংশ ৷ এই হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ইউপি ৷ মহারাষ্ট্র ১২ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ৷ এই সার্ভে অনুযায়ী অন্ধ্রপ্রদেশের অংশ ৫.৮%, গুজরাত ৫.৪%, বিহার ৫.০%, মধ্যপ্রদেশ ৪.৮% ৷ বাকি রাজ্যগুলির অংশ মিলিয়ে ৩৬.৫ % ৷ কেবল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের সংরক্ষণের অংশ থেকে ৪০ শতাংশের বেশি লাভ হতে চলেছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০% সংরক্ষণের ফলে দেখে নিন কোন তিন রাজ্যের মানুষ সব থেকে লাভবান হতে চলেছে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement