কুম্ভমেলায় ইতিহাস, পুন্যস্নানে অংশগ্রহণ কিন্নর সম্প্রদায়ের
Last Updated:
#প্রয়াগ: কয়েক দশকের লড়াই শেষে এল জয়৷ অর্ধকুম্ভে পুন্যস্নানে অংশ নিল কিন্নর সম্প্রদায়৷ সুপ্রিম কোর্ট কিন্নর তৃতীয় লিঙ্গের মর্যাদা এই প্রথম কুম্ভস্নানে অংশ নেওয়ার সুযোগ পেলেন তারা৷
মঙ্গলবার অর্ধকুম্ভের পুন্যলগ্নে কমলা ও লাল শাড়িতে সুসজ্জিত হয়ে গঙ্গা-যমুনায় স্নান করলেন কিন্নর সম্প্রদায়ের সদস্যরা৷ সঙ্গীদের নিয়ে স্নানের পর কিন্নর আখড়ার নেত্রী বছর ৪০-এর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী বলেন, কুম্ভমেলায় স্নান করার সুযোগকে আমরা সমাজে গৃহীত হওয়ার লক্ষণ হওয়ার হিসেবেই দেখছি৷ ঈশ্বর আমাদের সকলের মধ্যেই রয়েছেন৷ মৃত্যুর পর আমরা তাঁর কাছেই ফিরে যাবো৷
advertisement
হিন্দুরা মনে করেন মকর সংক্রান্তিতে কুম্ভে পুন্যস্নানের মাধ্যমে সব পাপ ধুয়ে যায়৷ হিন্দুধর্মে বিভিন্ন সময়ে কিন্নর-কিন্নরী দেবদেবীর উল্লেখ থাকলেও শতাব্দী প্রাচীন কুম্ভমেলায় কোনও দিনই ঠাঁই হয়নি কিন্নর সম্প্রদায়ের৷
advertisement
ভারতের এই মুহূর্তে ট্রান্সজেন্ডারের সংখ্যা ২০ লক্ষ৷ কুম্ভমেলায় অংশ নেওয়ার সুযোগ সমাজের দৃষ্টিভঙ্গি বদলের বড় উদাহরণ বলেই মনে করেন কিন্নর আখড়ার সেক্রেটারি পবিত্র নিম্ভোরকার৷
view commentsLocation :
First Published :
January 16, 2019 12:50 PM IST