অভিনন্দন সত্যরূপ সিদ্ধান্ত ! ইতিহাস রচনা বাঙালি পর্বতারোহীর
Last Updated:
#কলকাতা: বিশ্বরেকর্ড করলেন ভারতীয় তথা বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ৷ এবার আন্টার্কটিকার আগ্নেয়গিরি জয় করলেন তিনি ৷ কু মেরুর মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় সত্যরূপ সিদ্ধান্তের ৷ ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আগেই জয় করেছিলেন তিনি ৷ এবার তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ এবার সপ্তম আগ্নেয়গিরির চুড়ায় উঠে বিশ্বরেকর্ড করলেন সত্যরূপ। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি তাঁর ৷
ভারতীয় সময় বুধবার ঠিক সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি চার হাজার দুশো পঁচাশি মিটার উচ্চতার মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শিখরে পৌঁছে যান তিনি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সত্যরূপ তাঁর সেই রেকর্ড ভাঙলেন ৩৫ বছর ৯ মাস বয়সেই। শুধু তাই নয়, দেশের একমাত্র পর্বতারোহী হিসাবে সপ্তশৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন এই বাঙালি ইঞ্জিনিয়র।
advertisement
advertisement
At 10:10 Fluttered the india flag at sidley what a proud moment | Find me with inReach➜https://t.co/uNb1Kmko0r
— Satyarup Siddhanta (@SatyarupS) January 16, 2019
Summited | Find me with inReach➜https://t.co/6mZwU49R2W
— Satyarup Siddhanta (@SatyarupS) January 16, 2019
advertisement
Location :
First Published :
January 16, 2019 9:12 AM IST