গভীর রাতে দুর্ঘটনার কবলে ডাউন মুম্বই-হাওড়া মেল, লাইনচ্যুত ৩ বগি, ব্য়াহত ট্রেন চলাচল

Last Updated:

গভীর রাতে দুর্ঘটনার কবলে মুম্বই-হাওড়া মেল, ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত ৷ লাইনচ্যুত হয়েছে মহারাষ্ট্রের লাগতপুরী স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে

#মুম্বই: গভীর রাতে দুর্ঘটনার কবলে মুম্বই-হাওড়া মেল, ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত ৷ লাইনচ্যুত হয়েছে মহারাষ্ট্রের ইগতপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনাস্থলে হয়ে সুরক্ষা কমিটি পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে শুরু করে ৷ তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি ৷
ছবি সৌজন্যে ট্যুইটার ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
মধ্য রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় রাত রবিবার ২.০৫ ডাউন ১২৮০৯ মুম্বই হাওড়া মেল ভায়া নাগপুর ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কোনও যাত্রী হতাহতের খবর না থাকলেও ঘটনায় এক আতঙ্কের পরিস্থিতি শুরু হয়েছে ৷
advertisement
advertisement
এস ১২, এস ১৩ এবং প্যান্ট্রিকার এই ৩ কামরা লাইনচ্যুত হয়েছে ৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত ৷ ওই রুটের ১২ টি ট্রেন বাতিলও করা হয়েছে ৷
ঘটনার তদন্তে রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী কারণে মধ্যরাতে এমন দুর্ঘটনার ঘটেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গভীর রাতে দুর্ঘটনার কবলে ডাউন মুম্বই-হাওড়া মেল, লাইনচ্যুত ৩ বগি, ব্য়াহত ট্রেন চলাচল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement