সপ্তাহান্তেই সব শেষ? পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিশালাকার গ্রহাণু!

Last Updated:

এথানের কথায়, 'যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় গ্রহাণুটির, তাহলে ১০০ কোটি মেগাটন এনার্জি সৃষ্টি হবে৷ ২ কোটি হাইড্রোজেন বোমার সমান৷ মানবসভ্যতা ধ্বংস হয়ে যাবে৷'

#ক্যালিফোর্নিয়া: চলতি সপ্তাহেই কি সব শেষ? ধ্বংস হতে পারে পৃথিবী! সেরকমই হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্বের তাবড় মহাকাশ বিজ্ঞানীরা৷ এর নেপথ্যে বিশালাকার গ্রহাণু৷ বিজ্ঞানীরা বলছেন, আজকালের মধ্যেই পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে একটি বিশালাকার গ্রহাণু৷ যা কোনও ভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে ২ কোটি হাইড্রোজেন বোমার সমান বিস্ফোরণ হবে৷ মুহূর্তে শেষ হয়ে যাবে পৃথিবী নামক গ্রহটি৷
মার্কিন মহাকাশ বিজ্ঞানী এথান সিগেল জানাচ্ছেন, এই দুএক দিন আকাশে প্রায় দেড়শো উল্কা দেখা যাবে৷ প্রায় ১৬ মাইল বিস্তৃত একটি গ্রহাণু পথিবীর খুব কাছে আসবে৷ যদি বিপদ এড়িয়ে যায় তাহলে মঙ্গল৷ তা যদি না-হয়, ধাক্কা লাগলে যে গ্রহাণুর ধাক্কায় ডাইনোসর যুগের অবসান হয়েছিল, তার চেয়ে ৩০ গুণ বেশি শক্তিশালী সংঘর্ষ হবে৷
advertisement
এথানের কথায়, 'যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় গ্রহাণুটির, তাহলে ১০০ কোটি মেগাটন এনার্জি সৃষ্টি হবে৷ ২ কোটি হাইড্রোজেন বোমার সমান৷ মানবসভ্যতা ধ্বংস হয়ে যাবে৷' প্রতি ১৩৩ বছরে মহাকাশের ওই পাথগুলি সূর্যকে প্রদক্ষিণ করে৷ ১৯৯১ সালে শেষ বার এই বিশালাকার গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করেছে৷ এরপর আবার প্রদক্ষিণ শেষ হবে ২১২৬ সালে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সপ্তাহান্তেই সব শেষ? পৃথিবীতে আছড়ে পড়তে পারে বিশালাকার গ্রহাণু!
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement