Fact Check: তেলঙ্গানায় নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে প্রচার, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য

Last Updated:

আদতে দুটি দাবিই ভুয়ো। কোনওটাই ঠিক নয়। ভিড় ঠাসা রাস্তার ছবিটা না তেলঙ্গানার, না গুজরাতের। এটা আসলে চিনের ছবি। ২০০৮ সালে তোলা।

The Quint   #নয়াদিল্লি: থিকথিকে ভিড়। পা ফেলার জায়গা নেই। চৌমাথার রাস্তা যেন জনসমুদ্র। তার মধ্যে দিয়ে ধীর লয়ে এগিয়ে চলেছে গাড়ির কনভয়। আশপাশের মানুষ যেন কনভয়ে হামলে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। এটাকে তেলঙ্গানার কোল্লাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে দাবি করা হচ্ছে।
এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় ওই একই ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন গুজরাতের সাধারণ মানুষ। তাঁরা আবগারি দুর্নীতির প্রতিবাদ করছেন।
কোন দাবিটা সত্য: আদতে দুটি দাবিই ভুয়ো। কোনওটাই ঠিক নয়। ভিড় ঠাসা রাস্তার ছবিটা না তেলঙ্গানার, না গুজরাতের। এটা আসলে চিনের ছবি। ২০০৮ সালে তোলা। গুয়াংঝুর রাস্তা দিয়ে অলিম্পিক মশাল নিয়ে যাওয়া হচ্ছে। তা দেখতেই ভিড় জমিয়েছেন চিনের অসংখ্য সাধারণ মানুষ। সেই ছবিকেই কখনও তেলঙ্গানায় মোদির রোড শো, কখনও কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদ বলে ফেক নিউজ ছড়ানো হচ্ছে।
advertisement
advertisement
সত্যিটা কীভাবে জানা গেল: ভাইরাল ছবিটি গুগল লেন্সে ফেলতেই পরপর বেশ কিছু তথ্য চলে এল। সেখান থেকেই জানা গেল – ২০০৮ সালের ১২ মে ছবিটি প্রকাশিত হয়। ক্যাপশনে লেখা ছিল, “গোটা বাজার যেন ভেঙে পড়েছে… অলিম্পিকের মশাল দেখতে ভিড় জমিয়েছে জনতা (এবং এখান থেকে ৫০০ মাইল দূরে সিচুয়ানে আজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানো হচ্ছে)। জায়গাটা চিনের গুয়াংঝু বলে চিহ্নিত করেছে গুগল লেন্স।
advertisement
শুধু গুগল লেন্স নয়। ২০০৮ সালে চিনে আয়োজিত অলিম্পিক নিয়ে ‘দ্য আটলান্টিক’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেও চিনের এক শহর থেকে আরেক শহরে অলিম্পিকের মশাল নিয়ে যাওয়ার সময় ভিড় দেখাতে এই ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটি ২০০৮ সালের ৯ মে প্রকাশিত হয়েছিল।
advertisement
পরিশেষে: এটা স্পষ্ট যে তেলঙ্গানার কোল্লাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো বলে পুরনো এবং আপাতসম্পর্কহীন ছবি শেয়ার করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদের ছবিও এটা নয়। তাই আদতে এটা ফেক নিউজ।
Attribution: This story was originally published by The Quint and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective
Original Story Link: https://www.thequint.com/news/webqoof/massive-crowd-gathered-pm-narendra-modi-roadshow-telangana-kollapur-gujarat-viral-photo-fact-check#read-more
বাংলা খবর/ খবর/দেশ/
Fact Check: তেলঙ্গানায় নরেন্দ্র মোদির রোড শো-র ছবি বলে প্রচার, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement