Fact Check: গুজরাতে AAP নেতার বাড়িতে ইডি তল্লাশি? ভাইরাল ভিডিওর সত্যতা জানলে চমকে উঠবেন

Last Updated:

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টিকে লক্ষ্য করে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

Fact Checked by Boomlive নয়াদিল্লি# নির্বাচন যত এগিয়ে চলেছে, ততই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা ভিডিও আর ছবি, যা সরাসরি কোনও দলকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় ইডির অভিযানের একটি ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়েছে, যার মাধ্যমে দাবি করা হচ্ছে এটি সুরাতের আম আদমি পার্টির (এএপি) নেতা শেখর আগরওয়ালের বাড়িতে ইডির অভিযানের ভিডিও। নিউজ 18 বাংলা যাচাই করে দেখেছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে যে দাবি করা হয়েছে সেটা মিথ্যা। আসলে, এটি ২০২২ সালে কলকাতায় আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযানের একটি ভিডিও। প্রায় ৩০ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে অনেকগুলি নোটের বান্ডিল দেখা যাচ্ছে। কিছু লোককে মেশিনের সাহায্যে এই নোটগুলি গুনতেও দেখা যায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমি পার্টিকে লক্ষ্য করে এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে।
এই বিষয়ে আমরা সকলকে জানিয়ে রাখি যে, ২০২৪ লোকসভা নির্বাচনের দুই দফায় ভোট হয়েছে সারা দেশে। তৃতীয় দফার ভোট হওয়ার কথা ৭ মে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ জুন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে সারা দেশে শোরগোল শুরু হয়েছে।
X-এ ভিডিওটি শেয়ার করার সময়, এক বিজেপি সমর্থক লিখেছেন, ‘দেশের সবচেয়ে সৎ দল আম আদমি পার্টির একজন সৎ নেতা শেখর আগরওয়ালের বাড়িতে গুজরাতের সুরাতে অভিযান চালানো হয়েছে। এত পরিমাণ টাকা দেখে তাদের সততা এবং নির্বাচনের প্রস্তুতির মূল্যায়ন করা যাবে।’
advertisement
advertisement
ফ্যাক্ট চেক: আসলে, এই ভিডিওটি ২০২২ সালেও একই দাবির সঙ্গে ভাইরাল হয়েছিল এবং নিউজ 18 বাংলা তখনও এর সত্যতা যাচাই করেছিল। সেই সময়ে ভাইরাল হওয়া দাবি অনুসারে, সুরাতের এএপি নেতা শেখর আগরওয়ালের বাড়িতে এই জাতীয় কোনও অভিযানের বিষয়ে তথ্যের জন্য আম আদমি পার্টির সুরাত ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময়ে, এই দাবি খণ্ডন করতে গিয়ে জানানো হয়েছিল যে AAP-এর সুরাত ইউনিটে শেখর আগরওয়াল নামে কোনও নেতা নেই।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি মনোযোগ সহকারে শুনে এবং দেখে আমরা বুঝতে পেলাম যে ভিডিওটিতে উপস্থিত লোকজন বাংলায় কথা বলছেন। এটিই আমাদের সন্দেহ উদ্রেক করেছে যে ভাইরাল দাবিটি মিথ্যা। এটি তদন্ত করার জন্য, আমরা ভিডিওর মূল ফ্রেমগুলির একটি রিভার্স ইমেজ সার্চ করেছি৷ এর মাধ্যমে আমরা ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের সংবাদ ওয়েবসাইট ‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদন পেয়েছি। ভাইরাল ভিডিওর মতো ভিজ্যুয়াল দেখা যাবে এই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার ব্যবসায়ী আমির খানের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আমির খানের বিরুদ্ধে ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপের সাহায্যে মানুষকে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছিল। এএনআইকে এই প্রতিবেদনে নিউজ ক্রেডিট দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এএনআই-এর এক্স হ্যান্ডেলে গিয়েছিলাম। উন্নত সার্চের সাহায্যে, আমরা ১০ সেপ্টেম্বর, ২০২২-এ ANI-এর X-এ পোস্ট করা একই ভিডিও খুঁজে পেয়েছি। এই পোস্টে বলা হয়েছে শুধু কলকাতার কথা। অর্থাৎ ভাইরাল হওয়া ভিডিও কলকাতার।
advertisement
পোস্টের আর্কাইভ লিঙ্ক -এর পরে আমরা এই সম্পর্কিত আরও মিডিয়া রিপোর্ট সার্চ করেছি। ১১ সেপ্টেম্বর, ২০২২-এর এনডিটিভি রিপোর্টে আরও বলা হয়েছে যে অ্যান্টি-মানি লন্ডারিং এজেন্সি কলকাতার ছয়টি স্থানে অভিযান চালিয়েছে, যার মধ্যে ব্যবসায়ী আমির খানের বাড়িও রয়েছে। এই সময়ের মধ্যে, ইডি প্রায় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে। এই নোটগুলি গণনার জন্য টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয়েছিল। এই প্রতিবেদনে ভাইরাল ভিডিওর ভিজ্যুয়ালও উপস্থিত ছিল। এতেই স্পষ্ট যে ভাইরাল ভিডিও, কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে অভিযানের ভিডিও।
advertisement
উপরন্তু, ২০২২ সালে, সুরাত ইউনিটের তৎকালীন জেলা সভাপতি মহেন্দ্র নাভাদিয়া জানিয়েছেন যে, ভাইরাল দাবিটি মিথ্যা। AAP-এর সুরাত ইউনিটে শেখর আগরওয়াল নামে কোনও নেতা নেই। তিনি সেই সময়ে নিশ্চিত করেছিলেন যে সুরাতে কোনও AAP নেতার বাড়িতে ইডি অভিযান চালানো হয়নি। আমরা সাম্প্রতিক সময়ে গুজরাতে ঘটে যাওয়া এই ধরনের অভিযানের সঙ্গে সম্পর্কিত মিডিয়া রিপোর্টগুলির জন্য সার্চ করেছি। কিন্তু, আমরা ভিডিও সম্পর্কিত এমন কোনও প্রতিবেদন খুঁজে পাইনি। ইডি-র এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত কোনও সাম্প্রতিক পোস্ট ছিল না, যা নিশ্চিত করে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে করা দাবিটি মিথ্যা।
advertisement
Attribution: This story was originally published by Boomlive and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective
Original Story Link: https://hindi.boomlive.in/fact-check/video-of-ed-raid-in-kolkata-goes-viral-with-false-claim-of-raid-at-gujarat-aap-leaders-house-25168
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fact Check: গুজরাতে AAP নেতার বাড়িতে ইডি তল্লাশি? ভাইরাল ভিডিওর সত্যতা জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement