Pahalgam Terror Attack Update: পর্যটক নয়, পহেলগাঁওয়ে মৃতরা ভারতীয় গুপ্তচর! নারকীয় হত্যাকাণ্ডের পর সাফাই দিল টিএফআর

Last Updated:

টিআরএফ-এর বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, অতীতেও একই ধরনের দায়িত্ব দিয়ে গুপ্তচরবৃত্তি করতে আরও বেশি কয়েকটি দলকে কাশ্মীরে পাঠানো হয়েছিল৷

পহলগাঁওয়ের ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ ছবি- তৌসিফ মুস্তাফা, এএফপি৷
পহলগাঁওয়ের ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷ ছবি- তৌসিফ মুস্তাফা, এএফপি৷
শ্রীনগর: নিরীহ পর্যটক নয়৷ পহলগাঁওয়ে যাঁদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাঁরা প্রত্যেকে ভারতের আন্ডারকভার এজেন্ট বা গুপ্তচর৷ ভারতের বিভিন্ন নিরাপত্তা এজেন্সির হয়ে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই তাঁরা কাশ্মীরে এসেছিলেন৷ পহলগাঁওয়ের বৈসরনে নিজেদের নারকীয় হত্যালীলার পক্ষে সওয়াল করতে গিয়ে এমনই দাবি করল লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ৷
গত ২২ এপ্রিল পহলগাঁওয়ে জঙ্গি হামলায় মোট ২৬ জনের মৃত্যু হয়৷ এই হামলার দায় স্বীকার করে টিআরএফ৷ বিশ্বজুড়ে এই হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠতেই একটি বিবৃতি জারি করে ওই জঙ্গি সংগঠন৷
টিআরএফ-এর সেই বিবৃতি নিউজ ১৮-এর হাতে এসেছে৷ সেখানে বলা হয়েছে, যাঁদের নিশানা করা হয়েছে, তাঁরা কেউই সাধারণ পর্যটক নন৷ এঁরা প্রত্যেকেই র, আইবির মতো ভারতীয় নিরাপত্তা এজেন্সির সঙ্গে যুক্ত নয়তো নৌসেনা অথবা সরকারি কোনও পদে ছিলেন৷ এই দলটিকে দিল্লি থেকেই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছিল৷ এদের সঙ্গে কয়েকজন বিদেশিকে পাঠানো হয়েছিল৷ এটা কোনও সাধারণ পর্যটকদের দল ছিল না, বরং গবেষণার দায়িত্ব দিয়ে গুপ্তচরবৃত্তির জন্যই এদের পাঠানো হয়েছিল৷
advertisement
advertisement
টিআরএফ-এর বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, অতীতেও একই ধরনের দায়িত্ব দিয়ে গুপ্তচরবৃত্তি করতে আরও বেশি কয়েকটি দলকে কাশ্মীরে পাঠানো হয়েছিল৷ তাদের সুপারিশের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি একতরফা সিদ্ধান্ত এবং পদক্ষেপও নিয়েছে৷
advertisement
টিআরএফ-এফ অভিযোগ অনুযায়ী, সেই সমস্ত পদক্ষেপের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক বহিরাগতদের কাশ্মীরে বসবাস করার অনুমতি দেওয়া৷ টিআরএফ-এর বিবৃতি অনুযায়ী, ভারতের দ্বারা বেআইনি ভাবে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ডে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাশ্মীরে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছে৷ বহিরাগতদের বিপুল সংখ্যায় সরকারি চাকরিতে নিযুক্ত করা হয়েছে৷ বহিরাগতদের সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকল্পের কাজের বরাত দেওয়া হচ্ছে৷ স্থানীয় কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে৷ স্থানীয় কাজ থেকে বহিষ্কার করা৷ নিরাপত্তার প্রয়োজনের অছিলায় জমি দখল করে নেওয়া, শিল্পের নামে বহিরাগতদের হাতে কাশ্মীরের জমি তুলে দেওয়া৷
advertisement
এই সমস্ত অভিযোগ তুলে টিআরএফ দাবি করেছে, জম্মু কাশ্মীরের স্বার্থরক্ষার লড়াইকে যাঁরা দমন করার চেষ্টা করেছে, তাদের উপযুক্ত শিক্ষা দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়েছে৷
ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির আশঙ্কা, এবার জম্মু কাশ্মীরে বসবাসকারী বহিরাগতদের উপর হামলা করা হতে পারে৷ সূত্রের খবর, এই মর্মে সতর্কবার্তাও জারি করা হয়েছে৷ পর্যটক, অন্যান্য রাজ্য থেকে কাশ্মীরে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষ, কাশ্মীরি পণ্ডিত, পুলিশ এবং রেলকর্মীদের জন্য এই সতর্কবার্তা জারি হয়েছে৷ ওই সতর্কবার্তায় নির্দিষ্ট ভাবে বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং তাদের সহযোগী জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীরের শ্রীনগর অথবা গান্ডারবল জেলায় পর্যটক, অন্য রাজ্যের বাসিন্দা, পুলিশ এবং কাশ্মীরি পণ্ডিতদের উপরে হামলা চালানো হতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack Update: পর্যটক নয়, পহেলগাঁওয়ে মৃতরা ভারতীয় গুপ্তচর! নারকীয় হত্যাকাণ্ডের পর সাফাই দিল টিএফআর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement