#নয়াদিল্লি: সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সুনন্দা পুষ্কর মৃত্যু কাণ্ডে সর্বশেষ রিপোর্ট পেশ করবে ৷
আরও পড়ুন : বেআইনি আর্থিক তছরুপ কাণ্ডে অভিযুক্ত লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী-সহ 8জনকে আদালতে পেশ
সূত্রের খবর গৃহমন্ত্রকের তরফে দিল্লি পুলিশকে তাড়াতাড়ি সুনন্দা পুষ্করের মৃত্যু সংক্রান্ত মামলার রিপোর্ট পেশের নির্দেশ দেওয়ার প্রেক্ষিতেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ৷
কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্য জনক মৃত্যু হয়েছিল জানুয়ারি ১৭, ২০১৪ ৷ শশী থারুর তাঁর স্ত্রীর মৃত্যু সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করতে আর্জি জানিয়েছেন ৷
আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার বিমানেই বিমানসেবিকার শ্লীলতাহানি, অভিযুক্ত পাইলট
ঘটনাক্রমে এ দিনই শশী থারুর স্ত্রীর মৃত্য়ু মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানানোর কিছুক্ষণ আগেই বিজেপি নেতা সুব্রাহ্মণিয়ম স্বামীও দেশের সর্বোচ্চ আদালতের কাছে সুনন্দা পুষ্করের মৃত্যু মামলার দ্রুত নিষ্পতির আর্জি জানিয়েছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mysterious Murder case, Shashi Tharur, Sunanda Pushkar