বেআইনি আর্থিক তছরুপ কাণ্ডে অভিযুক্ত লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী-সহ 8জনকে আদালতে পেশ
Last Updated:
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী এবং তাঁর স্বামী সইলেশ কুমারকে আজ পাটিয়ালা কোর্টে তোলা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে বেআইনি ভাবে ৮,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ ওঠে ৷
#নয়াদিল্লি: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী এবং তাঁর স্বামী সইলেশ কুমারকে আজ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বেআইনি ভাবে ৮,০০০ কোটি টাকা পাচার করার অভিযোগ ওঠে ৷
আরও পড়ুন : আর কিছুক্ষণের মধ্যেই ফলপ্রকাশ হবে দশম শ্রেণির
সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক অরবিন্দ কুমারের এজলাসে শুনানি হয়েছে ৷ অপরাধীদের তালিকায় সন্তোষ ঝাঁ নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে তাঁর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ পরবর্তী শুনানি ৪ জুন ৷
advertisement
advertisement
ইডি সূত্রে খবর মিসা ভারতী ও তার স্বামীর বিরুদ্ধে কালোটাকা সাদা করার অভিযোগ ওঠে ৷ এই অপরাধে দুই ব্যবসায়ী সুরেন্দ্র জৈন, বীরেন্দ্র জৈনের নামও জড়িয়েছে ৷
advertisement
সিবিআইয়ের বিশেষ আদালত থেকে অভিযুক্তরা শর্ত সাপেক্ষে ব্যক্তিগত ২ লক্ষ টাকার জামিনে মুক্তি পেয়েছেন ৷ আদালতের অনুমতি ছাড়া অভিযুক্তরা বিদেশে যেতে পারবেন না ৷
Location :
First Published :
May 07, 2018 1:44 PM IST