রেলের বাড়তি জমি কিনুক রাজ্য, ১২ রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল রেল
Last Updated:
১২ রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল রেল। গেজ পরিবর্তন ও বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ের জন্য বিভিন্ন সময় রেল জমি নেয়, কাজ করার জন্য।কাজের পরও রেলের কাছে থেকে যায় অনেক অব্যবহৃত জমি
#নয়াদিল্লি: ১২ রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল রেল। গেজ পরিবর্তন ও বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ের জন্য বিভিন্ন সময় রেল জমি নেয়, কাজ করার জন্য।কাজের পরও রেলের কাছে থেকে যায় অনেক অব্যবহৃত জমি ।
সেই জমিই বাজার দরে কিনে নিতে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। তালিকায় রয়েছে এ রাজ্যেও রেলের হাতে থাকা ৪টি জমি। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যগুলিও যেন রেলকে জমি দেয় সেই শর্তের কথাও উল্লেখ রয়েছে চিঠিতে।
advertisement
advertisement
এই রাজ্যেও বেশ কিছু উড়ালপুল নির্মাণের ক্ষেত্রে চিহ্নিত জমি অনেক ক্ষেত্রেই রেলের জমির অন্তর্গত ৷ সে ক্ষেত্রে জমিগুলি রাজ্য রেলের ব্যবহারের পরে যদি কিনে নেয় সে ক্ষেত্রে দুপক্ষেরই সুবিধা হবে, জমি সংক্রান্ত জটিলতাও কেটে যাবে ৷
Location :
First Published :
May 07, 2018 9:04 AM IST