এয়ার ইন্ডিয়ার বিমানেই বিমানসেবিকার শ্লীলতাহানি, অভিযুক্ত পাইলট
Last Updated:
বিমান উড়ানের সময়েই পাইলট তাঁর শ্লীলতাহানি করেছিলেন ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে ৷ মুম্বই-আহমেদাবাদ ঘরোয়া বিমানে ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল ৷ ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য়ের সৃষ্টি হয় ৷
#মুম্বই: বিমান উড়ানের সময়েই পাইলট তাঁর শ্লীলতাহানি করেছিলেন ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে ৷ মুম্বই-আহমেদাবাদ ঘরোয়া বিমানেই ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল ৷
ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য়ের সৃষ্টি হয় ৷ জানা গিয়েছে কোনও এক অন্য বিষয় নিয়ে বিমানসেবিকার সঙ্গে কথা কাটাকাটি ও বচসা হয় পাইলটের ৷ তারপরেই বিমানসেবিকার শ্লীলতাহানি করেন অভিযুক্ত পাইলট ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর মুম্বইয়ের সহর থানায় অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন ওই বিমানসেবিকা ৷ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অবশ্য এই ব্যাপারে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
Location :
First Published :
May 07, 2018 11:19 AM IST