#নয়াদিল্লি: অমানবিকতার চূড়ান্ত নজির দেখাল রাজধানী ৷ ৯৫ বছরের অশতিপর, বৃদ্ধা শাশুড়িকে কোনওরকম একটা ছোট্ট কাপড়ে মুড়িয়ে ফেলে রেখেছিল পুত্রবধূ ৷ চিকিৎসার সংস্থান করা তো দূরস্ত, এমনকি মায়ের সঙ্গে ছেলেকেও দেখা করতে দিতেন না তিনি ৷অবশেষে দিল্লির মহিলা কমিশনে অভিযোগ জানান ওই মহিলার স্বামী ৷ তিনি জানান, বিয়ের পরপরই স্ত্রীর থেকে আলাদা হয়ে যান তিনি ৷ তারপর থেকে তাঁরা আলাদাই থাকেন ৷ বাড়িতে মায়ের উপর অত্যাচার করেন তাঁর স্ত্রী ৷ এমনকি তাঁকেও ঢুকেত দেওয়া হয় না বাড়িতে ৷ এর আগে বেশ কয়েকবার স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে বাড়িতে ঢুকেছিলেন তিনি ৷ কিন্তু গত তিন মাস মায়ের সঙ্গে দেখা করতে দেননি স্ত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।