সারা শরীরে দগদগে ঘা, ৯৫ বছরের শাশুড়িকে এক টুকরো কাপড়ে মুড়ে রেখেছিল পুত্রবধূ!

Last Updated:

সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

#নয়াদিল্লি: অমানবিকতার চূড়ান্ত নজির দেখাল রাজধানী ৷ ৯৫ বছরের অশতিপর, বৃদ্ধা শাশুড়িকে কোনওরকম একটা ছোট্ট কাপড়ে মুড়িয়ে ফেলে রেখেছিল পুত্রবধূ ৷ চিকিৎসার সংস্থান করা তো দূরস্ত, এমনকি মায়ের সঙ্গে ছেলেকেও দেখা করতে দিতেন না তিনি ৷
অবশেষে দিল্লির মহিলা কমিশনে অভিযোগ জানান ওই মহিলার স্বামী ৷ তিনি জানান, বিয়ের পরপরই স্ত্রীর থেকে আলাদা হয়ে যান তিনি ৷ তারপর থেকে তাঁরা আলাদাই থাকেন ৷ বাড়িতে মায়ের উপর অত্যাচার করেন তাঁর স্ত্রী ৷ এমনকি তাঁকেও ঢুকেত দেওয়া হয় না বাড়িতে ৷ এর আগে বেশ কয়েকবার স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে বাড়িতে ঢুকেছিলেন তিনি ৷ কিন্তু গত তিন মাস মায়ের সঙ্গে দেখা করতে দেননি স্ত্রী ৷
advertisement
ওই ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে কমিশনের একটি প্রতিনিধি দল ওই বাড়িতে যান ৷ কিন্তু প্রাথমিকভাবে কমিশনের প্রতিনিধিদেরও বাড়িতে ঢুকতে বাধা দেন ওই মহিলা ৷ শেষ পর্যন্ত লিখিতভাবে মুচলেকা দেওয়ার পরেই বাড়ির ভিতরে ঢোকে প্রতিনিধি দল ৷
advertisement
দেখা যায়, বৃদ্ধা শাশুড়ির অবস্তা আশঙ্কাজনক এবং তিনি সম্পূর্ণ শয্যাশায়ী ৷ সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ এক টুকরো কাপড়ে কোনওরকমে ঢেকে রাখা হয়েছে তাঁকে ৷ সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সারা শরীরে দগদগে ঘা, ৯৫ বছরের শাশুড়িকে এক টুকরো কাপড়ে মুড়ে রেখেছিল পুত্রবধূ!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement