Thar Accident: থার চুরির পর বন্ধুর জন্মদিন উদযাপনে বেরিয়ে দুর্ঘটনা! গাড়ি বিক্রি করতে যেতেই পুলিশের হাতে চোর

Last Updated:

Thar Accident: ভোপালে এক ব্যক্তি বন্ধুর জন্মদিন উদযাপনের পথে চুরি করা থার গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়ির আসল মালিকের মৃত্যুর পর সে এটি চুরি করে বিক্রির পরিকল্পনা করেছিল, বিস্তারিত জানুন...

থার চুরির পর বন্ধুর জন্মদিন উদযাপনে বেরিয়ে দুর্ঘটনা! গাড়ি বিক্রি করতে যেতেই পুলিশের হাতে চোর AI Image
থার চুরির পর বন্ধুর জন্মদিন উদযাপনে বেরিয়ে দুর্ঘটনা! গাড়ি বিক্রি করতে যেতেই পুলিশের হাতে চোর AI Image
ভোপাল: ভোপালের এক ব্যক্তি চুরি করা বিলাসবহুল গাড়ি বিক্রি করার চেষ্টা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চুরির এই কাণ্ড ঘটান তুলসীরাম নামে এক ব্যক্তি, যিনি মূলত একটি মেয়ের দোকানে কাজ করতেন।
ভারতের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত তুলসীরাম ২১ লাখ টাকা মূল্যের একটি থার রক্স জিপ চুরি করেন, যখন তিনি জানতে পারেন যে গাড়ির মালিক সচিন গোখলে মারা গেছেন। গোখলে ছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI) এক শাখার ম্যানেজার।
advertisement
advertisement
কীভাবে ঘটল চুরির ঘটনা? তুলসীরাম জানতেন যে, গাড়ির চাবিটি SBI-এর গেস্ট হাউসে থাকা গোখলের ফ্ল্যাটে রাখা ছিল। চাবি সংগ্রহ করতে তিনি তার ভাইয়ের সাহায্য নেন, যিনি ওই গেস্ট হাউসে কাজ করতেন। এরপর তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান।
যখন তিনি গাড়িটি পার্কিং থেকে বের করছিলেন, তখন নিরাপত্তারক্ষী তাকে জিজ্ঞাসা করেন। কিন্তু তুলসীরাম মিথ্যা বলে জানান যে, তিনি গাড়িটি গোখলের পরিবারের কাছে ইন্দোর নিয়ে যাচ্ছেন।
advertisement
পরে গোখলের পরিবার যখন এই চুরির খবর জানতে পারে, তারা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করে।
গাড়ি চুরি করে দুর্ঘটনার কবলে। গাড়ি চুরির পর তুলসীরাম তার বন্ধুর জন্মদিন উদযাপনে নিয়ে যান থার জিপটি। কিন্তু দুর্ভাগ্যবশত, রাস্তার মধ্যে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর গাড়িটি মেরামত করানোর সময় তিনি এটি বিক্রি করার চেষ্টাও করেন। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যান।
advertisement
কীভাবে পুলিশ ট্র্যাক করল অভিযুক্তকে? ভোপাল পুলিশ এই ঘটনার তদন্তে দুটি আলাদা দল গঠন করে। একদল ৩৫-৪০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির গতিবিধি ট্র্যাক করে। অন্যদল প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে।
তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে, প্ল্যাটিনাম প্লাজা এলাকা থেকে তুলসীরাম গাড়িটি নিয়ে বের হয়েছিলেন, যা গোখলে তার মৃত্যুর আগে শেষবার পার্ক করেছিলেন। পরে, পুলিশ তুলসীরামের অবস্থান শনাক্ত করে, তাকে ঘিরে ধরে এবং চুরি যাওয়া থার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধ স্বীকার করেন।
advertisement
বর্তমানে পুলিশ এই চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Thar Accident: থার চুরির পর বন্ধুর জন্মদিন উদযাপনে বেরিয়ে দুর্ঘটনা! গাড়ি বিক্রি করতে যেতেই পুলিশের হাতে চোর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement