ব্যাগে আছে বোমা ! মজা করে জেলে গেলেন ছাত্র
Last Updated:
মজা করার খেসারত হিসেবে তিন দিন জেল হেফাজতে কাটাতে হল এক স্কুল পড়ুয়াকে ৷ মজা করা উদ্দেশ্য নিয়ে ১২ বছরের আরমান সিংহ তার সহপাঠিকে জানায় যে তার ব্যাগে বোম্ব আছে ৷ যে কোনও মুহূর্তে নিজের ইচ্ছে মতো সে নাকি স্কুল বিল্ডিংটি উড়িয়ে দিতে পারে ৷
#নিউ ইর্য়ক: মজা করার খেসারত হিসেবে তিন দিন জেল হেফাজতে কাটাতে হল এক স্কুল পড়ুয়াকে ৷ মজা করা উদ্দেশ্য নিয়ে ১২ বছরের আরমান সিংহ তার সহপাঠিকে জানায় যে তার ব্যাগে বোম্ব আছে ৷ যে কোনও মুহূর্তে নিজের ইচ্ছে মতো সে নাকি স্কুল বিল্ডিংটি উড়িয়ে দিতে পারে ৷ খবর প্রিন্সিপালের কানে পৌঁছতেই শুরু হয় বিপত্তি ৷ কোনওরকম জিজ্ঞাসাবাদ বা খোঁজ খবর না নিয়ে পুলিশে খবর দিয়ে দেয় স্কুলের প্রিন্সিপাল ৷ বোম্ব থাকার অভিযোগে জেলে বন্ধ করে রাখা হয় আরমনকে ৷ ঘটনার দিন স্কুল থেকে বাড়ি না ফেরাই চিন্তিত হয়ে পড়ে আরমানের পরিবারের লোকজন ৷ স্থানীয় থানায় ছেলে নিখোঁজ হওয়ার কথা জানাতে গিয়ে জানতে পারেন জুভেনাইল কারাগারে বন্ধি রাখা হয়েছে আরমানকে ৷
ঘটনার তিন দিন পর, সোমবার আরমানকে জেল থেকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷ তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আরমানের দিদি সোশ্যাল মিডিয়ায় জানান যে কোন অপরাধ ছাড়াই জেলে আটকে রাখা হয়েছিল তার ভাইকে ৷ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় পোস্টটি ৷ শুক্রবার অবধি কমপক্ষে আট হাজার বার শেয়ার করা হয়েছে পোস্টটি ৷ এদিনের ঘটনা ফের একবার মনে করিয়ে দিল টেক্সাস স্কুলের ছাত্র আহমেদ মহম্মদের কথা ৷ হাতে তৈরি একটি ঘড়ি স্কুলে নিয়ে আসায় জেলে যেতে হয়েছিল তাকে ৷ ঘড়িটিকে বোম্ব ভেবে বিনা অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল আহম্মদকে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2015 2:41 PM IST