ব্যাগে আছে বোমা ! মজা করে জেলে গেলেন ছাত্র

Last Updated:

মজা করার খেসারত হিসেবে তিন দিন জেল হেফাজতে কাটাতে হল এক স্কুল পড়ুয়াকে ৷ মজা করা উদ্দেশ্য নিয়ে ১২ বছরের আরমান সিংহ তার সহপাঠিকে জানায় যে তার ব্যাগে বোম্ব আছে ৷ যে কোনও মুহূর্তে নিজের ইচ্ছে মতো সে নাকি স্কুল বিল্ডিংটি উড়িয়ে দিতে পারে ৷

#নিউ ইর্য়ক: মজা করার খেসারত হিসেবে তিন দিন জেল হেফাজতে কাটাতে হল এক স্কুল পড়ুয়াকে ৷ মজা করা উদ্দেশ্য নিয়ে ১২ বছরের আরমান সিংহ তার সহপাঠিকে জানায় যে তার ব্যাগে বোম্ব আছে ৷ যে কোনও মুহূর্তে নিজের ইচ্ছে মতো সে নাকি স্কুল বিল্ডিংটি উড়িয়ে দিতে পারে ৷ খবর প্রিন্সিপালের কানে পৌঁছতেই শুরু হয় বিপত্তি ৷ কোনওরকম জিজ্ঞাসাবাদ বা খোঁজ খবর না নিয়ে পুলিশে খবর দিয়ে দেয় স্কুলের প্রিন্সিপাল ৷ বোম্ব থাকার অভিযোগে জেলে বন্ধ করে রাখা হয় আরমনকে ৷ ঘটনার দিন স্কুল থেকে বাড়ি না ফেরাই চিন্তিত হয়ে পড়ে আরমানের পরিবারের লোকজন ৷ স্থানীয় থানায় ছেলে নিখোঁজ হওয়ার কথা জানাতে গিয়ে জানতে পারেন জুভেনাইল কারাগারে বন্ধি রাখা হয়েছে আরমানকে ৷
ঘটনার তিন দিন পর, সোমবার আরমানকে জেল থেকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷ তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আরমানের দিদি সোশ্যাল মিডিয়ায় জানান যে কোন অপরাধ ছাড়াই জেলে আটকে রাখা হয়েছিল তার ভাইকে ৷ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় পোস্টটি ৷ শুক্রবার অবধি কমপক্ষে আট হাজার বার শেয়ার করা হয়েছে পোস্টটি ৷ এদিনের ঘটনা ফের একবার মনে করিয়ে দিল টেক্সাস স্কুলের ছাত্র আহমেদ মহম্মদের কথা ৷ হাতে তৈরি একটি ঘড়ি স্কুলে নিয়ে আসায় জেলে যেতে হয়েছিল তাকে ৷ ঘড়িটিকে বোম্ব ভেবে বিনা অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল আহম্মদকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাগে আছে বোমা ! মজা করে জেলে গেলেন ছাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement