সেনার উপর হামলা করে অবশেষে স্বীকার, সামনে এল এই জঙ্গি সংগঠনের নাম

Last Updated:

Indian Army: সোমবার অসমের তিনসুকিয়া জেলায় আর্মি কনভয়ের উপর হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন উলফা(আই)।

ফাইল ছবি-পিটিআই
ফাইল ছবি-পিটিআই
#অসম: সোমবার অসমের তিনসুকিয়া জেলায় আর্মি কনভয়ের উপর হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন উলফা(আই)। সংগঠনের দাবি, তারাই হামলা চালিয়েছে ভারতীয় সেনার উপরে। সেই হামলায় বেশ কয়েকজন সেনা জখমও হয়েছে। যদিও ভারতীয় সেনার দাবি, কনভয়ে হামলা হলেও বড় কোনও ক্ষতি হয়নি সেনার। কোনও সেনাকর্মী আহত হননি। উল্টে সেনার গুলিতে এক জঙ্গি আহত হয়েছে। তখন বাকিরা এলাকা ছেড়ে পালায়।
হামলার পরেই ঘটনাস্থলে চলে আসে অসম পুলিশের বিশেষ বাহিনী। সেনা এবং অসম পুলিশের বিশেষ বাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায়। যদিও কোনও জঙ্গির হদিশ মেলেনি। জঙ্গিদের নাগাল পেতে ডগ স্কোয়াডকেও নিয়ে আসা হয়। রিমোট ডিভাইস, খাবার মেলে তল্লাশি চালিয়ে। সেই সঙ্গে মেলে রক্তের দাগও। সেনার অনুমান, গুলি চলার সময়ে এক জঙ্গি নিশ্চিতভাবে আহত হয়েছে। পরে তার সঙ্গীরা তাকে নিয়ে চম্পট দেয়।
advertisement
advertisement
সোমবার তিনসুকিয়াতে সেনা কনভয়ে প্রথমে আইইডি বিস্ফোরণ তারপরে গুলি চালানো হয়। বলা হচ্ছে যে কমপক্ষে ২০ রাউন্ড গুলি চালানো হয়। যদি ভারতীয় সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। উলফা(আই) এর তরফে জানানো হয়েছে তাদের 'বিরোধ দিবস' উপলক্ষে এই হামলা চালিয়েছিল তারা। ১৯৯০ সালে উত্তর-পূর্বে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় ভারতীয় সেনা। অপারেশন বজরঙ্গ নামে সেই অভিযানে জঙ্গিদের বড়সড় আঘাত দেয় সেনা। উলফা(আই) জানিয়েছে, সেই ঘটনার বদলা হিসাবেই 'বিরোধ দিবস' পালন করে আসছে তারা।
advertisement
তবে শেষ কয়েক বছরে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির দাপট অনেকটা কমেছে । একাধিক সেনা অভিযানে ধরা পড়েছে প্রচুর জঙ্গি। বন্দুক ছেড়ে মূলস্রোতেওফিরে এসেছে অনেকে। এমন অবস্থায় সেনা কনভয়ের উপর হামলার বিষয়টি অত্য়ন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
সেনার উপর হামলা করে অবশেষে স্বীকার, সামনে এল এই জঙ্গি সংগঠনের নাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement