CoWIN Portal: ভয়ঙ্কর কাণ্ড! করোনার কো-উইন অ্যাপ থেকে ‘ফাঁস’ আপনার-আমার ব্যক্তিগত তথ্য? কী বলছে কেন্দ্র..
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW) এই COWIN অ্যাপটি তৈরি করেন৷ মন্ত্রকেরই মালিকানাধীন এই অ্যাপ, সরকারি ভাবেই পরিচালিত হয়৷
নয়াদিল্লি: করোনার টিকা নথিভুক্তিকরণের অ্যাপ কো-উইন থেকে ‘চুরি’ হয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য! অভিযোগ, সোশ্যাল মিডিয়া সংস্থা টেলিগ্রামের মাধ্যমে কিছুক্ষণের জন্যে হলেও ‘ফাঁস’ হয়েছে আপনার-আমার নাম-ধাম-ঠিকানা৷ এমন ভয়ঙ্কর অভিযোগ আসার পর পরই আতঙ্ক ছড়ায় সব মহলে৷ অবশেষে এ নিয়ে বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷
করোনা প্রতিরোধে ভারতীয়দের প্রত্যেকেই কোনও না কোনও সময়ে এই সরকারি কো-উইন অ্যাপে নথিভুক্ত করেছেন তাঁদের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ৷ এতে রয়েছে আমাদের আধার কার্ডের যাবতীয় তথ্যও৷ সেই তথ্যই নাকি ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷ লক্ষ লক্ষ ভারতীয়ের তথ্য নিমেষেই চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে৷ তবে কোনও ভারতীয়ের ব্যক্তিগত তথ্যই কি আর ব্যক্তিগত নয়? কী বলছে কেন্দ্র?
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় ‘আক্রান্ত’ সায়ন্তিকার পায়লট কার! মনোনয়ন জমা ঘিরে তুলকালাম কাণ্ড, বিক্ষোভে সৌমিত্র খাঁ
অবশেষে, এ নিয়ে প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এই সমস্ত তথ্যেরই কোনও ভিত্তি নেই৷ জনমানসে ভয় ছড়াতেই ইচ্ছাকৃত ভাবে এই খবর ছড়ানো হয়েছে৷ এছাড়া, গোটা বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য CERT-কে আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক৷
advertisement
advertisement
আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট
এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘স্বাস্থ্যমন্ত্রকের কো-উইন পোর্টাল অত্যন্ত নিরাপদ৷ এখানে সমস্ত মানুষের ব্যক্তিগত তথ্য অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রয়েছে৷ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল, অ্যান্টি-ডিডিওএস, এসএসএল/টিএলএস, নিয়মিত দুর্বলতা মূল্যায়ন, আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ইত্যাদির মাধ্যমে Co-WIN পোর্টালে নিরাপত্তা নিশ্চিত করা হয়৷ শুধুমাত্র OTP র মাধ্যমে ডেটা অ্যাক্সেস পাওয়া যায়। CoWIN পোর্টালে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত রকমের পদক্ষেপ করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে৷’’
advertisement
করোনাকালে টিকাকরণ প্রক্রিয়া সহজ করার জন্য এই COWIN অ্যাপ লঞ্চ করা হয়েছিল৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW) এই COWIN অ্যাপটি তৈরি করেন৷ মন্ত্রকেরই মালিকানাধীন এই অ্যাপ, সরকারি ভাবেই পরিচালিত হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
June 12, 2023 6:16 PM IST