বাইক কিনতে ১১২ ব্যাগ ভর্তি কয়েন নিয়ে হাজির যুবক, তারপরে যা হল
- Published by:Suvam Mukherjee
Last Updated:
সময় পেলেই ১ টাকার কয়েন জমা করত ওই যুবক। শেষে ওই কয়েন দিয়েই বাইক কিনতে যান ওই যুবক।
#রামকৃষ্ণপুর: বহুদিনের স্বপ্ন ছিল বাইক কেনার। কিন্তু অতো টাকা হাতে ছিল না তেলেঙ্গানার পলিটেকনিক ছাত্রের। শেষে বাইক কিনতে ওই ছাত্র যে উপায় খুঁজল, তা এককথায় অভিনব। জানা গিয়েছে, ১১২ ব্যাগ ভর্তি ১ টাকার কয়েন নিয়ে যায় ওই যুবক। সময় পেলেই ১ টাকার কয়েন জমা করতেন ওই যুবক। শেষে ওই কয়েন দিয়েই বাইক কিনতে যান ওই যুবক।
জানা গিয়েছে ওই যুবকের নাম ভেঙ্কটেশ। বাড়ি তেলেঙ্গানার রামকৃষ্ণপুরে। জানা গিয়েছে, স্পোর্টস বাইক কেনা বহুদিনের ইচ্ছা ছিল তাঁর। বহুদিন ধরেই সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার স্বপ্ন ছিল ভেঙ্কটেশের। কিন্তু আড়াই লাখের উপর টাকা জমানোর অত্যন্ত কষ্টকর ছিল তাঁর পক্ষে। শেষে টাকা জমাতে রোজ সময়ে পেলেই ১ টাকা কয়েন জমাতে শুরু করেন তিনি।
advertisement
প্রতিদিন বেশ কয়েকবার সময় পেলেই ১ টাকার কয়েন জমাতেন ভেঙ্কটেশ। শেষে ১১২ ব্যাগ ভর্তি ১ টাকার কয়েন নিয়ে হাজির হন স্থানীয় একটি বাইকের শো রুমে। এতোগুলি ব্যাগ আনতে সাহায্য করেন তাঁর বন্ধুরা। এতোগুলো ব্যাগ দেখে ঘাবড়ে যান শো রুমের কর্মীরা। প্রতিবেদন অনুযায়ী, শো-রুমের কর্মীরা কিছুতেই এতোগুলো কয়েক গুনতে চাননি। কিন্তু শেষে ভেঙ্কটেশের কথা শুনে কয়েন গুনতে রাজি হন তাঁরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, শো-রুমের কর্মীদের পক্ষে কয়েন গোনার কাজ মোটেও সহজ ছিল না। দিনের হাফ সময় চলে গিয়েছে কয়েন গুনতে গিয়ে। শেষে দেখা যায় ২.৮৫ লাখ টাকা জমিয়েছিলেন ভেঙ্কটেশ। তারপরেই শো রুমের কর্মীরা ভেঙ্কটেশকে জানান, এই টাকায় একটা স্পোর্টস বাইক হয়ে যাবে।
advertisement
এর পরেই শো রুমের কর্মীরা ভেঙ্কটেশকে একটি নতুন স্পোর্টস বাইক দেন। ১ টাকার কয়েন গোনার কাজ মোটেও সহজ ছিল না শো রুমের কর্মীদের কাছে। শেষে তাঁরা ভেঙ্কটেশের ইচ্ছা পূরণের জন্য কয়েন গোনার কাজ শুরু করেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 7:12 PM IST