Telangana | YouTube: পেশায় মেকানিক হয়েও অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ! অশোকের জীবনগাথা অনুপ্রেরণা অনেকের

Last Updated:

সম্প্রতি, YouTube-এর মাধ্যমে তিনি তাঁর অভিনয় প্রতিভা প্রকাশ করতে পেরেছেন। YouTube-কে প্ল্যাটফর্ম করে তিনি শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। এখনও পর্যন্ত তিনি ১৫০টি কমেডি শর্ট ফিল্ম তৈরি করেছেন। জনপ্রিয়তাও পেয়েছেন দেদার। আর তারই ফলে YouTube-এর তরফ থেকে তাঁকে দেওয়া হয় সম্মান দক্ষিণা।

কলকাতা: একটা সময় ছিল যখন মানুষের অভিনয় করার প্রবল বাসনা থাকলেও তেমন সুযোগ সকলে পেতেন না। অনেক কষ্ট করে সিনেমায় বা থিয়েটারে সুযোগ পাওয়া যেত। আবার উপযুক্ত পারিশ্রমিকও মিলত না সব সময়। কিন্তু এখন YouTube-এর কল্যাণে সকলে এখন সকলেই অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পান। প্রযুক্তির কল্যাণে প্রতিভাবান মানুষের জীবনে এসেছে আলো। একদিকে যেমন থাকছে জনপ্রিয়তা, তেমনই খুলে গিয়েছে রোজগারের পথ।
এই ভাবেই YouTube বদলে দিয়েছে তেলঙ্গানার পেদ্দাপল্লি জেলার গোদাবরীখানি এলাকার ভেমুলা অশোকের জীবন। ভেমুলা অশোক একজন মেকানিক।
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
গোদাবরীখানিতে কুলার বিক্রি করতেন। তবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু জীবিকার তাগিদে তাঁকে বেছে নিতে হয় এয়ার কুলার ডিলারের পেশা।
advertisement
advertisement
সম্প্রতি, YouTube-এর মাধ্যমে তিনি তাঁর অভিনয় প্রতিভা প্রকাশ করতে পেরেছেন। YouTube-কে প্ল্যাটফর্ম করে তিনি শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। এখনও পর্যন্ত তিনি ১৫০টি কমেডি শর্ট ফিল্ম তৈরি করেছেন। জনপ্রিয়তাও পেয়েছেন দেদার। আর তারই ফলে YouTube-এর তরফ থেকে তাঁকে দেওয়া হয় সম্মান দক্ষিণা।
advertisement
এই সময় যদি কেউ অর্থ উপার্জন করতে চান তবে প্রথামাফিক কাজ না করেও রোজগার করার সম্ভাবনা রয়েছে। ঘরে বসে দ্বিগুণ উপার্জন করাও সম্ভব।
YouTube এখন একটা ট্রেন্ড হয়ে গিযেছে। এতে অর্থ উপার্জন করা কঠিন নয়। কিছুটা প্রতিভা এবং কিছুটা সৃজনশীলতা থাকলেই তা সম্ভব। অশোক বলেন, ‘টাকা নিজেই চলে আসবে। অনেকেই তো এখন তাঁদের মেধা ও সৃজনশীলতা দিয়ে দু’হাতে রোজগার করছেন।’
advertisement
আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার
এই সময় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। YouTube এখন একদিকে যেমন বিনোদন জোগাচ্ছে, তেমনই হয়ে উঠেছে রোজগারের সোনার খনি। আর পাঁচজনের থেকে আলাদা করে চিন্তা করার ক্ষমতা, সামান্য সৃজনশীলতা থাকলেই হল। অনেক মানুষকে প্রভাবিত করার দক্ষতা থাকবেই অপ্রত্যাশিত আয় হতে পারে। এখন যুব সম্প্রদায় এই ধরনের রোজগারের কথাই ভাবছে। অশোক ভেমুলা বলেন, এটিকে কর্মসংস্থানের উপায়ে পরিণত করা উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telangana | YouTube: পেশায় মেকানিক হয়েও অভিনেতা হওয়ার স্বপ্নপূরণ! অশোকের জীবনগাথা অনুপ্রেরণা অনেকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement