নিজের আসনেই হারবেন মুখ্যমন্ত্রী KCR? 'উন্নয়ন' নয়, অঙ্ক যা বলছে...
Last Updated:
হায়দরাবাদ শহর থেকে ৭৫ কিমি দূরে ছোট মফস্সল গজওয়েল৷ তেলেঙ্গানা রাজ্যে গজওয়েল একটা ‘ব্যাপার’৷ কারণ, এই আসনটি খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিধানসভা কেন্দ্র৷
#হায়দরাবাদ: খোদ মুখ্যমন্ত্রীর আসনেই সংখ্যা নিয়ে সংশয়? হ্যাঁ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অবস্থাটা খানিক এরকমই৷ অঙ্ক বলছে, তেলেঙ্গানা ঝুঁকে কংগ্রেস-টিডিপি জোট বা ‘মহাকূটামি’, যার অর্থ মহাজোটের দিকে৷ আবার উন্নয়ন বলছে, কেসিআর এগিয়ে৷
হায়দরাবাদ শহর থেকে ৭৫ কিমি দূরে ছোট মফস্সল গজওয়েল৷ তেলেঙ্গানা রাজ্যে গজওয়েল একটা ‘ব্যাপার’৷ কারণ, এই আসনটি খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিধানসভা কেন্দ্র৷ গজওয়েলের মানুষের বেশ গর্ব তাতে৷ বুক ফুলিয়ে বলেন, আমাদের বিধায়ক খোদ মুখ্যমন্ত্রী৷
তা হলে জেতার বিষয়ে সমস্যা কোথায়? এ ক্ষেত্রে সমস্যা হল ‘টেকেন ফর গ্রান্টেড’৷ কেসিআর তাঁর নিজেরই কেন্দ্রে ভোটের আগে একবারও পা রাখেননি৷ প্রচার তো দূর অস্ত৷ তাতেই অভিমানী গজওয়েলের মানুষ৷ শুক্রবার ভোট৷ অথচ বিধায়কের দেখা নেই!
advertisement
advertisement
বুধবার কেসিআর-এর যাওয়ার কথা গজওয়েলে৷ তার মাত্র ৪৮ ঘণ্টা পরেই ভোট৷ বেজায় চটে রয়েছেন গজওয়েলের মানুষ৷ সাফ জানাচ্ছেন, ভোটটা তো জাস্ট একটা ফর্ম্যালিটি৷
কাকার হয়ে লড়াই চালাচ্ছেন কেসিআর-এর ভাইপো তথা সিদ্দিপেটের বিধায়ক ও জলসম্পদ মন্ত্রী টি হরিশ রাও৷ গত দু মাস ধরে কেসিআর-এর জন্য প্রাণপণ প্রচার চালাচ্ছেন তিনি৷ গজওয়েলের এক অটো ড্রাইভারের কথায়, 'কেসিআর আমাদের মুখ্যমন্ত্রী৷ উনিই মুখ্যমন্ত্রী থাকবেন৷ ওঁর প্রচারের দরকার পড়ে না৷ হরিশ রাও ভালো লোক৷ যে কোনও কাজেই ওঁর কাছে যাই৷ উনি করে দেন৷ কেসিআর জিতবে৷'
advertisement
কিন্তু দিনের শেষে সেই অঙ্ক৷ কংগ্রেস-টিডিপি জোটের তরফে গজওয়েলে দাঁড়িয়েছেন ভন্তেরু প্রতাপ রেড্ডি৷ কংগ্রেসের টিকিটে৷ গতবার এই কেন্দ্রে কেসিআর মাত্র ১৯ হাজার ভোটে জিতেছিলেন৷ টিডিপি প্রার্থী পেয়েছিলেন ৬৭ হাজার ভোট৷ কেসিআর-এর ভোট সংখ্যা ছিল ৮৬ হাজার৷ কংগ্রেসের টুমকুন্টা নারসা রেড্ডি পেয়েছিলেন ৩৪ হাজার ভোট৷ কং-টিডিপি মিললে? অঙ্কটা সহজ৷
Location :
First Published :
December 04, 2018 9:49 AM IST