নিজের আসনেই হারবেন মুখ্যমন্ত্রী KCR? 'উন্নয়ন' নয়, অঙ্ক যা বলছে...

Last Updated:

হায়দরাবাদ শহর থেকে ৭৫ কিমি দূরে ছোট মফস্সল গজওয়েল৷ তেলেঙ্গানা রাজ্যে গজওয়েল একটা ‘ব্যাপার’৷ কারণ, এই আসনটি খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিধানসভা কেন্দ্র৷

#হায়দরাবাদ: খোদ মুখ্যমন্ত্রীর আসনেই সংখ্যা নিয়ে সংশয়? হ্যাঁ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অবস্থাটা খানিক এরকমই৷ অঙ্ক বলছে, তেলেঙ্গানা ঝুঁকে কংগ্রেস-টিডিপি জোট বা ‘মহাকূটামি’, যার অর্থ মহাজোটের দিকে৷ আবার উন্নয়ন বলছে, কেসিআর এগিয়ে৷
হায়দরাবাদ শহর থেকে ৭৫ কিমি দূরে ছোট মফস্সল গজওয়েল৷ তেলেঙ্গানা রাজ্যে গজওয়েল একটা ‘ব্যাপার’৷ কারণ, এই আসনটি খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিধানসভা কেন্দ্র৷ গজওয়েলের মানুষের বেশ গর্ব তাতে৷ বুক ফুলিয়ে বলেন, আমাদের বিধায়ক খোদ মুখ্যমন্ত্রী৷
তা হলে জেতার বিষয়ে সমস্যা কোথায়? এ ক্ষেত্রে সমস্যা হল ‘টেকেন ফর গ্রান্টেড’৷ কেসিআর তাঁর নিজেরই কেন্দ্রে ভোটের আগে একবারও পা রাখেননি৷ প্রচার তো দূর অস্ত৷ তাতেই অভিমানী গজওয়েলের মানুষ৷ শুক্রবার ভোট৷ অথচ বিধায়কের দেখা নেই!
advertisement
advertisement
বুধবার কেসিআর-এর যাওয়ার কথা গজওয়েলে৷ তার মাত্র ৪৮ ঘণ্টা পরেই ভোট৷ বেজায় চটে রয়েছেন গজওয়েলের মানুষ৷ সাফ জানাচ্ছেন, ভোটটা তো জাস্ট একটা ফর্ম্যালিটি৷
কাকার হয়ে লড়াই চালাচ্ছেন কেসিআর-এর ভাইপো তথা সিদ্দিপেটের বিধায়ক ও জলসম্পদ মন্ত্রী টি হরিশ রাও৷ গত দু মাস ধরে কেসিআর-এর জন্য প্রাণপণ প্রচার চালাচ্ছেন তিনি৷ গজওয়েলের এক অটো ড্রাইভারের কথায়, 'কেসিআর আমাদের মুখ্যমন্ত্রী৷ উনিই মুখ্যমন্ত্রী থাকবেন৷ ওঁর প্রচারের দরকার পড়ে না৷ হরিশ রাও ভালো লোক৷ যে কোনও কাজেই ওঁর কাছে যাই৷ উনি করে দেন৷ কেসিআর জিতবে৷'
advertisement
কিন্ত‌ু দিনের শেষে সেই অঙ্ক৷ কংগ্রেস-টিডিপি জোটের তরফে গজওয়েলে দাঁড়িয়েছেন ভন্তেরু প্রতাপ রেড্ডি৷ কংগ্রেসের টিকিটে৷ গতবার এই কেন্দ্রে কেসিআর মাত্র ১৯ হাজার ভোটে জিতেছিলেন৷ টিডিপি প্রার্থী পেয়েছিলেন ৬৭ হাজার ভোট৷ কেসিআর-এর ভোট সংখ্যা ছিল ৮৬ হাজার৷ কংগ্রেসের টুমকুন্টা নারসা রেড্ডি পেয়েছিলেন ৩৪ হাজার ভোট৷ কং-টিডিপি মিললে? অঙ্কটা সহজ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের আসনেই হারবেন মুখ্যমন্ত্রী KCR? 'উন্নয়ন' নয়, অঙ্ক যা বলছে...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement