Mamata Nitish Meeting: মমতা-নীতীশ বৈঠকে থাকছেন এই নেতাও! নবান্নের বৈঠক নিয়ে বড় আপডেট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
কলকাতা: একা নীতীশ কুমার নন, তাঁর সঙ্গে কলকাতায় বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবও৷ আজই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা নীতীশ কুমারের৷ যে বৈঠককে আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধী জোট গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ নীতীশের সঙ্গে সেই বৈঠকে তেজস্বীও থাকবেন বলে ধরে নেওয়া যায়৷
বলার অপেক্ষা রাখে না, লালু পুত্রের উপস্থিতিতে নবান্নের এই বৈঠকের তাৎপর্য অন্য মাত্রা পেল৷
advertisement
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিশেষ বিমানেই কলকাতায় আসবেন নীতীশ এবং তেজস্বী৷ মমতার সঙ্গে বৈঠকের পর বিকেলেই ফেরত যাবেন তাঁরা৷ আজ বেলা দুটোয় নবান্নে নীতীশের সঙ্গে মমতার বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল৷
advertisement
বিজেপি-র সঙ্গে জোট ভাঙার পর বিরোধীদের একজোট করার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন নীতীশ৷ কলকাতায় মমতার সঙ্গে বৈঠকের পর আজই লখনউয়ে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷
advertisement
যদিও এই জোড়া বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি নীতীশ৷ তিনি জানিয়েছেন, সবকিছু মিটে গেলেই এ বিষয়ে যা বলার বলা হবে৷ নীতীশের এই মন্তব্য থেকেই পরিষ্কার, ২০২৪-এর বিরোধী জোটের সলতে পাকানোর কাজে হাত দিয়েছেন তিনি৷
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও বৈঠক করেছেন নীতীশ৷ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ভাবে অখিলেশ যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করে এসেছেন৷ এই সমস্ত বৈঠকের ফল শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটাই এখন রাজনৈতিক মহলের চর্চার বিষয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:03 PM IST