Mamata Nitish Meeting: মমতা-নীতীশ বৈঠকে থাকছেন এই নেতাও! নবান্নের বৈঠক নিয়ে বড় আপডেট

Last Updated:
কলকাতা: একা নীতীশ কুমার নন, তাঁর সঙ্গে কলকাতায় বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবও৷ আজই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা নীতীশ কুমারের৷ যে বৈঠককে আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধী জোট গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ নীতীশের সঙ্গে সেই বৈঠকে তেজস্বীও থাকবেন বলে ধরে নেওয়া যায়৷
বলার অপেক্ষা রাখে না, লালু পুত্রের উপস্থিতিতে নবান্নের এই বৈঠকের তাৎপর্য অন্য মাত্রা পেল৷
আরও পড়ুন: ভুল হল না মমতার, পৌঁছে গেলেন অভিষেককে নিয়ে! আনন্দে জড়িয়ে ধরলেন রিজওয়ানুরের মা
advertisement
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিশেষ বিমানেই কলকাতায় আসবেন নীতীশ এবং তেজস্বী৷ মমতার সঙ্গে বৈঠকের পর বিকেলেই ফেরত যাবেন তাঁরা৷ আজ বেলা দুটোয় নবান্নে নীতীশের সঙ্গে মমতার বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল৷
advertisement
বিজেপি-র সঙ্গে জোট ভাঙার পর বিরোধীদের একজোট করার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন নীতীশ৷ কলকাতায় মমতার সঙ্গে বৈঠকের পর আজই লখনউয়ে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷
advertisement
যদিও এই জোড়া বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি নীতীশ৷ তিনি জানিয়েছেন, সবকিছু মিটে গেলেই এ বিষয়ে যা বলার বলা হবে৷ নীতীশের এই মন্তব্য থেকেই পরিষ্কার, ২০২৪-এর বিরোধী জোটের সলতে পাকানোর কাজে হাত দিয়েছেন তিনি৷
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও বৈঠক করেছেন নীতীশ৷ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ভাবে অখিলেশ যাদব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করে এসেছেন৷ এই সমস্ত বৈঠকের ফল শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটাই এখন রাজনৈতিক মহলের চর্চার বিষয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Nitish Meeting: মমতা-নীতীশ বৈঠকে থাকছেন এই নেতাও! নবান্নের বৈঠক নিয়ে বড় আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement