ঐতিহাসিক সিদ্ধান্ত! শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে ক্যামেরাবন্দি, বিজ্ঞপ্তিতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated:

২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে স্বচ্ছতা আনতে নজিরবিহীন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। ইন্টারভিউ হবে ক্যামেরাবন্দি। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপটিটিউড টেস্টও ধরা হবে ক্যামেরায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তিতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য সময় খানিকটা বেশি লাগবে বলেই মত পর্ষদের আধিকারিকদের। যদিও হাইকোর্টের নির্দেশে এর আগে চাকরিপ্রার্থীদের যে ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয়েছে সেগুলিও ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সূত্রের খবর। মূলত নিয়োগ নিয়ে যাতে কোনও বিতর্ক বা অভিযোগ না ওঠে তার জন্যই ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত বলেই পর্ষদ সূত্রে খবর। চাকরিপ্রার্থীদের ধরে ধরে এই ভিডিওগ্রাফি করা হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাকরি-প্রাথীদের তরফে যে যে ডকুমেন্টগুলি পেশ করা হবে তার প্রত্যেকটি ভিডিওগ্রাফি করা হবে বলে সূত্রের খবর। এক্ষেত্রে আগামী দিনে নিয়োগ নিয়ে কোনও চাকরিপ্রার্থী অভিযোগ করলে তার প্রয়োজনীয় উত্তর দেওয়া সম্ভব হবে বলেই দাবি করছেন পর্ষদের আধিকারিকেরা। এর জন্য বিশেষ একটি কন্ট্রোল রুমও চালু করা হবে পর্ষদের তরফে।
প্রাথমিকের টেটকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ করেছিল পর্ষদ। টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, ফ্রিস্কিং-সহ নজিরবিহীন পদক্ষেপ করেছিল পর্ষদ৷ এবার নিয়োগ নিয়ে তাই সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি করছে। নিয়োগ নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। তার জন্যই স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটি ১০ দিন! পুজোয় কত? ২০২৩ সালে রাজ্যে কবে কবে স্কুলে ছুটি? দেখুন সম্পূর্ণ তালিকা
অন্যদিকে জেলায় জেলায় নয়, ইন্টারভিউ হবে এবার কলকাতাতেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া জেলা বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সংসদের অফিসগুলিতে নেওয়া হতো। কিন্তু এবার থেকে সেই নিয়মের বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতাতেই একাধিক টেবিল করে নেওয়া হবে ইন্টারভিউ। বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিস গুলিতে ইন্টারভিউ নেওয়ার জেরে বিভিন্ন অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠেছে। সেই নিয়োগের স্বচ্ছতা আনতেই পর্ষদের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হল বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে কলকাতাতে কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ।অন্যদিকে ডিসেম্বর এর শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। আগামী ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। ওইদিন ২০০ও বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।
advertisement
advertisement
পর্ষদ সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই মোতাবেক বছর শেষেই সুখবর দিল পর্ষদ। পর্ষদের আধিকারিকদের দাবি এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব। যদিও ২৭ ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে তা অবশ্য পরে জানানো হবে পর্ষদের তরফ। তবে পর্ষদ সূত্রে খবর জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। তবে প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে আর কোনদিন ইন্টারভিউ নেবার প্রক্রিয়া কার্যতা সম্ভাবনা নেই বললেই পর্ষদ সূত্রে খবর। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় পর্ষদ। পাশাপাশি নিয়োগের দাবিতে ২০১৪-২০১৭  এর টেট উত্তীর্ণরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার দাবিতেই এই বিক্ষোভ।
advertisement
বুধবার পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে ইন্টারভিউ দিতে আসার সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে সে বিষয়ে বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতাতেই কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসি অফিস গুলিতে এবার থেকে আর ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে না। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করার জন্য একাধিক টেবিল করা হচ্ছে বলে ও পর্ষদ সূত্রে খবর। সবমিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও এবার শুরু করে দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দেশ/
ঐতিহাসিক সিদ্ধান্ত! শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে ক্যামেরাবন্দি, বিজ্ঞপ্তিতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement