ABVP-র শাসানি, ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইলেন শিক্ষক, দেখুন ভিডিও
Last Updated:
#ইন্দোর: অপরাধ ছিল ছাত্রদের স্লোগানে নিষেধ করা ৷ তারই প্রাপ্য পেতে হল শিক্ষকেই ৷ শিক্ষক ক্লাস নিচ্ছিলেন ৷ বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল ABVP-র সদস্যরা ৷ ঘটনা মধ্যপ্রদেশের মন্দাসৌরের রাজীব গান্ধী পিজি কলেজের ৷ ছাত্রদের স্লোগানিং-এ ক্লাস নিতে সমস্যা হচ্ছিল শিক্ষকের ৷ তাই তিনি ক্লাসের বাইরে এসে ছাত্রদের স্লোগানিং করতে বারণ করেন ৷ কিন্তু এতে যে তারই মুখ পুড়বে, বোঝেননি শিক্ষক ৷
ABVP-র ছাত্ররা সঙ্গে সঙ্গে শিক্ষককে দেশদ্রোহী বলে উল্লেখ করতে থাকে ৷ ঘারড়ে যান শিক্ষক ৷ শুধু তাই নয়, শিক্ষককে হুমকি দেয় ABVP-র ছাত্ররা, সঙ্গে ক্ষমা চাইতেও বলা হয় ৷ শেষ পর্যন্ত ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হয় শিক্ষককে ৷ এভাবে ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার ঘটনায় নিন্দার ঝড় চারিদিকে ৷ শিক্ষা গুরু হিসেবে যাকে সম্মান করে ছাত্ররা, তাকেই কিনা এভাবে হুমকি ও শাসানি ৷ কোন পথে ছাত্র সমাজ, তাই নিয়েই উঠছে প্রশ্ন ৷
advertisement
#WATCH: A professor of Rajiv Gandhi PG College in Mandsaur tried to touch the feet of students belonging to ABVP, allegedly after they called him anti-national & asked him to apologise for asking them to stop raising slogans outside the classroom. #MadhyaPradesh (26.09.2018) pic.twitter.com/RivV1lzzrY
— ANI (@ANI) September 28, 2018
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2018 1:08 PM IST