বাজেটে বিপুল করছাড়ের সম্ভাবনা ? উত্তরের অপেক্ষায় দেশ

Last Updated:

দেশবাসীর নোট ভোগান্তিতে মলম দিতে বাজেটে বেশ কিছু ব্যবস্থা রাখতেই হবে অর্থমন্ত্রীকে। এ ব্যাপারে একমত প্রায় সবপক্ষই।

#নয়াদিল্লি: দেশবাসীর নোট ভোগান্তিতে মলম দিতে বাজেটে বেশ কিছু ব্যবস্থা রাখতেই হবে অর্থমন্ত্রীকে। এ ব্যাপারে একমত প্রায় সবপক্ষই। কিন্তু কি হতে পারে জেটলির সেই মলম? ভোট রাজনীতির কথা মাথায় রাখলে মধ্যবিত্ত ও চাকরিজীবিদেরই টার্গেট করার কথা অর্থমন্ত্রীর। তাই আয়কর ছাড়ের আশায় বুক বাঁধছেন অনেকেই। অন্য কয়েকটি ক্ষেত্রেও মিলতে পারে
করছাড়।
আয়করে ছাড়। সুপারিশ নীতি আয়োগের। মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও তেমনটাই চান। সেন্টার ফর পলিসি রিসার্চও জানাচ্ছে, নোট বাতিলের পর আয়কর ছাড়ের সীমা না বাড়লে মুখ থুবড়ে পড়বে শিল্পোৎপাদন।  ডিসেম্বরেই অর্থমন্ত্রক সূত্র জানা গিয়েছিল, বাজেটে বিপুল করছাড়ের ঘোষণা করতে চলেছেন অরুণ জেটলি।
advertisement
আয়করে ছাড়  
আয়ের সীমা                   সম্ভাব্য হার
advertisement
৪ লক্ষ টাকা পর্যন্ত            আয়কর নেই
৪ লক্ষ ১ টাকা
থেকে ১০ লক্ষ                 ১০ শতাংশ
১০ লক্ষ ১ টাকা
থেকে ১৫ লক্ষ                 ১৫ শতাংশ
১৫ লক্ষ ১ টাকা
থেকে ২০ লক্ষ                  ২০ শতাংশ
২০ লক্ষের বেশি                ৩০ শতাংশ
advertisement
এই সম্ভাবনার কথা স্বীকার করেনি অর্থমন্ত্রক। তবে উড়িয়েও দেয়নি।  ছাড়ের ঊর্ধ্বসীমাও দেড় লক্ষ থেকে বেড়ে হতে পারে ২ লক্ষ। এই সম্ভাবনা সত্যি হলে, একধাক্কায় অনেকটাই কমে যাবে আয়করের বোঝা।
এখন আয়কর
আয়ের সীমা                            আয়কর
২.৫০ লক্ষ                              নেই
২ লক্ষ ৫০ হাজার
advertisement
১ টাকা থেকে ৫ লক্ষ                  ১০ শতাংশ
৫ লক্ষ ১ টাকা থেকে
১০ লক্ষ                               ২০ শতাংশ
১০ লক্ষের বেশি                     ৩০ শতাংশ
সরাসরি ৪ লক্ষ টাকা আয়কর ছাড় ঘোষণা করতে হলে অনেকটাই ঝুঁকি নিতে হবে কেন্দ্রকে। পরিবর্তিত পরিস্থিতিতে তা কি সম্ভব? তাই বেশ কয়েকটি বিকল্প পথও খোলা জেটলির
advertisement
সামনে।
গৃহঋণ, স্বাস্থ্য ও জীবনবিমায় ছাড় আরও বাড়ানো হতে পারে কিছু ক্ষেত্রে ক্যাশলেস  লেনদেনে ছাড় দেওয়া হতে পারে ৷
নোট বাতিলের পর আরও থমকে গিয়েছে শিল্পোৎপাদন। তলানিতে ভোগ্যপণ্যের বিক্রি প্রাক বাজেট রিপোর্টে উৎপাদন ক্ষেত্রের জন্য ছাড়ের ইঙ্গিত
ছাড় আসতে পারে দু-ভাবে-
কিছু ভোগ্যপণ্যের ক্ষেত্রে স্বল্পমেয়াদী প্যাকেজ ঘোষণা হতে পারে
উৎপাদন ক্ষেত্রে করভার কমার সম্ভাবনা
advertisement
নোট বাতিলের ক্ষতে জেটলির মলমে কি কাজের কাজ হবে? উত্তরের অপেক্ষায় দেশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেটে বিপুল করছাড়ের সম্ভাবনা ? উত্তরের অপেক্ষায় দেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement